Wednesday, April 29, 2020

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে
আমার চোখের স্বপ্নগুলো
দূর আকাশ হতে
ঝড়ে পড়ে বৃষ্টির সাথে
পত্র-পল্লবে নেঁচে বেড়ায়,
গেয়ে যায় নতুন শাখার সুরের তালে,
মিশে যায় ধূলিকণায়,  
ভেসে যায় দূরে কোথাও!

আজ আমার স্বপ্নগুলো
স্রোতের মত গড়িয়ে পড়ে নালা-নর্দমায়,
কিছু জড়ো হয়ে থাকে মৃত্তিকার সাথে,
কিছু শুকিয়ে যায়, 
আর কিছু চলে যায় নদীর পথে
মিশে যায় নীল সমুদ্রে,
পৃথিবীর সকল স্বপ্নের মাঝে লীন হয়ে যায়,
আসে না ফিরে; 
আমার স্বপ্নগুলো; আসে না আর ফিরে।

________
২৮.০৪.১৮

Friday, April 17, 2020

আসবে রৌদ্রোজ্জ্বল দিন

কালোমেঘের আবছায়ায় পৃথিবীটা ঢাকা
যাচ্ছে সময়, যাচ্ছে দিন নির্জনে একা
স্তিমিত সবকিছু
            ভীতি ছাড়ছে না পিছু
বর্ণিল ভালোবাসা বিহীন 
          মানব জন্ম হয়েছে লীন
                     গুনছে শুধু অপেক্ষার দিন...
আর কতপ্রহর পরে 
              কোন নতুন ভোরে
                       আসবে আবার রৌদ্রোজ্জ্বল দিন?

দূর হয়ে যাক মেঘ, 
                      দূর হয়ে যাক ভীতি
ছন্দগুলো হোক গতিশীল,
    আজকের সময়টা হয়ে যাক স্মৃতি।
কিছু শব্দহীন ভালোবাসা, 
                 কিছু শব্দহীন প্রেম, 
                                       বন্দী জীবন ছেড়ে
স্তব্ধ পৃথিবীতে তৃপ্ত হাসিতে উঠুক আবার ভরে।

ক্ষুধার জ্বালায় কাতরে থাকা জীবিত সব প্রাণে
                      একমুঠো স্বপ্ন
          ফিরে আসবে আবার রৌদ্রোজ্জ্বল দিনে। 


১৭.০৪.২০২০
সোনারগাঁও 

Wednesday, October 2, 2019

অস্তিত্বের সন্ধ্যানে

হেঁটে চলেছি আমি পিচের পথ ধরে
সাদা তুলো মেঘ গুলোকে সাথে করে
     এদিক-ওদিক তাকাই
দেখি অহর্নিশ মানুষের মুখ--
কিন্তু কোথাও কারও অস্তিত্ব নাই।
তারা কোথায় চলেছে কে জানে?
           স্বপ্ন বিলাসী যারা
    এই পথে হাঁটে না তারা,
বেঁচে থাকতে চায় মুঠো মুঠো স্বপ্ন নিয়ে
                 শরতের মেঘের মত ভেসে বেড়ায়
টুকরো টুকরো ভালোবাসা দিয়ে।

তবুও কি তারা বাঁচে ঐসব মানুষের মতন?
যারা জীবনটাকে বেঁধে ফেলেছে
                                 একই চক্রের বন্ধনে
নিজের ছবি দেখতে কি পায় তারা
ময়লার স্তুপে কিংবা ধোঁয়ার ধূপে?
তবুও তারা চলে, চলে চক্রের স্তুপে
          কী আছে তাতে সুখ?
         কী আছে তাতে মাহত্ম?
সেতো জানবার কথা নয়,
দাদা-ছেলে-ছেলের ছেলের মাঝে
                     যারা বেঁচে থাকতে চায়
তাদের কি সেই বোধ জন্ম লয়?
তারা শুধু মেটাতে চায় বস্তাপঁচা আশ
মুখে মুখে বুকেতে তাদের
                       অন্তঃসারশূন্য বিশ্বাস।

এসব দেখি আমি এক পলকে
দুঃখ ভর করে,
       একাকি হেসে হেসে
ছল ছল জল নেমে আসে চোখে।
আর ভাবি, আমি কি তাদেরই একজন?
মানুষরূপী আমার কি নেই মানুষের মন!
     হয়তো নেই, 
            হয়তো আছে
মন কি তার হিসেব কষেছে--
                  জানি না আমি।

জানি না আমি--
কোথায় হবে আমার শেষ
হয়তো থাকবে না অস্তিত্ব,
              হয়তো চিরকাল থাকবে অবশেষ।

_________________________________________

০২.১০.২০১৯
সোনারগাঁও

Thursday, August 1, 2019

চামচাগুলো

চামচাগুলো দাঁড়িয়ে অাছে আজ তারা অন্ধ
মানুষরূপী! তবুও তাদের গাঁয়ে জানোয়ারের গন্ধ
জিভে তাদের লেপ্টে থাকা চেঁটে খাওয়া জুতার ধুলো
     হাঁ করে দেখিয়ে বেড়ায়,
               কে দিবে পাছায় তাদের চায়না মুলো!

রক্তপিপাসু, চড়ে বেড়ায় রক্তের পিপাসায়
যখন যাকে পায় তাকেই ধরে ধরে কামড়ায়
পিয়াস মিটায়, দম্ভে দেখায় তাদের কাঁচকলা
     আরে গাধারা!! আজকের কিশোররাই
                      আগামীর হ্যামিলনের বাঁশিওয়ালা।

ফুল ফুটতে চায

ফুল ফুটতে চায়, ফুল ফুটতে চায়
তবুও সে ফুটতে পারে না।
পাখি গাইতে চায়, পাখি গাইতে চায়
তবুও সে গাইতে পারে না।
যেহেতু তারা চায়--
      চায় শুধু ফুল ফুটাতে
যেহেতু তারা চায়--
       চায় শুধু পাখিকে গাইতে।

কে পারে পাখির ভাষা বুঝতে
কে পারে ফুলের ভাষা বুঝতে
তবুও কেন তারা ছুটে, কেন ছুটে?

---------------------------------------------
৩১-০৭-১৯
সোনারগাঁ

Thursday, July 4, 2019

সংশয়

জানার অনেক বাকি---
মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাই সংশয়ে থাকি।

যা কিছু আছে পরমসত্য, সেতো সত্য নয়
গরিষ্ঠের বিশ্বাসে তা সত্য বলে মনে হয়,
সংশয়ে থাকা প্রাণ তাইতো জেগে উঠে
প্রশ্নের উত্তাপে পরমসত্য যায় যে ফেঁটে।

আগমনী বার্তা শোনায় কোন নতুন তত্ত্ব
কিছুকাল পর--
গরিষ্ঠের বিশ্বাসে তা আবারো হয় সত্য।

সংশয়ে থাকা প্রাণ
  ডমরুর তালে
         বজ্রকন্ঠে বলে--
                             'জানার অনেক বাকি'
  মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাই সংশয়ে থাকি।

--------------------------------------------------------

রোমিও
০৪.০৬.১৯

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...