Wednesday, April 29, 2020

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে
আমার চোখের স্বপ্নগুলো
দূর আকাশ হতে
ঝড়ে পড়ে বৃষ্টির সাথে
পত্র-পল্লবে নেঁচে বেড়ায়,
গেয়ে যায় নতুন শাখার সুরের তালে,
মিশে যায় ধূলিকণায়,  
ভেসে যায় দূরে কোথাও!

আজ আমার স্বপ্নগুলো
স্রোতের মত গড়িয়ে পড়ে নালা-নর্দমায়,
কিছু জড়ো হয়ে থাকে মৃত্তিকার সাথে,
কিছু শুকিয়ে যায়, 
আর কিছু চলে যায় নদীর পথে
মিশে যায় নীল সমুদ্রে,
পৃথিবীর সকল স্বপ্নের মাঝে লীন হয়ে যায়,
আসে না ফিরে; 
আমার স্বপ্নগুলো; আসে না আর ফিরে।

________
২৮.০৪.১৮

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...