Friday, April 17, 2020

আসবে রৌদ্রোজ্জ্বল দিন

কালোমেঘের আবছায়ায় পৃথিবীটা ঢাকা
যাচ্ছে সময়, যাচ্ছে দিন নির্জনে একা
স্তিমিত সবকিছু
            ভীতি ছাড়ছে না পিছু
বর্ণিল ভালোবাসা বিহীন 
          মানব জন্ম হয়েছে লীন
                     গুনছে শুধু অপেক্ষার দিন...
আর কতপ্রহর পরে 
              কোন নতুন ভোরে
                       আসবে আবার রৌদ্রোজ্জ্বল দিন?

দূর হয়ে যাক মেঘ, 
                      দূর হয়ে যাক ভীতি
ছন্দগুলো হোক গতিশীল,
    আজকের সময়টা হয়ে যাক স্মৃতি।
কিছু শব্দহীন ভালোবাসা, 
                 কিছু শব্দহীন প্রেম, 
                                       বন্দী জীবন ছেড়ে
স্তব্ধ পৃথিবীতে তৃপ্ত হাসিতে উঠুক আবার ভরে।

ক্ষুধার জ্বালায় কাতরে থাকা জীবিত সব প্রাণে
                      একমুঠো স্বপ্ন
          ফিরে আসবে আবার রৌদ্রোজ্জ্বল দিনে। 


১৭.০৪.২০২০
সোনারগাঁও 

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...