Thursday, August 1, 2019

ফুল ফুটতে চায

ফুল ফুটতে চায়, ফুল ফুটতে চায়
তবুও সে ফুটতে পারে না।
পাখি গাইতে চায়, পাখি গাইতে চায়
তবুও সে গাইতে পারে না।
যেহেতু তারা চায়--
      চায় শুধু ফুল ফুটাতে
যেহেতু তারা চায়--
       চায় শুধু পাখিকে গাইতে।

কে পারে পাখির ভাষা বুঝতে
কে পারে ফুলের ভাষা বুঝতে
তবুও কেন তারা ছুটে, কেন ছুটে?

---------------------------------------------
৩১-০৭-১৯
সোনারগাঁ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...