ফুল ফুটতে চায়, ফুল ফুটতে চায়
তবুও সে ফুটতে পারে না।
পাখি গাইতে চায়, পাখি গাইতে চায়
তবুও সে গাইতে পারে না।
যেহেতু তারা চায়--
চায় শুধু ফুল ফুটাতে
যেহেতু তারা চায়--
চায় শুধু পাখিকে গাইতে।
কে পারে পাখির ভাষা বুঝতে
কে পারে ফুলের ভাষা বুঝতে
তবুও কেন তারা ছুটে, কেন ছুটে?
---------------------------------------------
৩১-০৭-১৯
সোনারগাঁ
No comments:
Post a Comment