তুমি কি দূরে সরে যাচ্ছো, আমার নদীতে উত্তাল ঢেউ তুলে?
প্রবল ঝড়ে শান্ত রেখেছিলে আমায়,
ঢেউয়ের সীমা অতিক্রম করতে দাওনি কখনো।
আজ বোধহয় চলে যেতে চাইছো তীর ভাঙ্গার জন্য।
তুমি কি দূরে সরে যাচ্ছো, বিষন্নতার রক্তিম ছায়ায় রেখে?
স্বর্ণলতার মত জড়িয়ে রেখেছিলে আমায়।
বাতাসের সাথে কথা বলেছিলাম, বৃষ্টিকে স্পর্শ করেছিলাম,
কখনোবা তারার তিমিরে মিশে গেছি; দু'জন মিলে।
আজ বোধহয় চলে যেতে চাইছো নিঃসঙ্গতায় ফেলে দিয়ে।
তুমি কি দূরে সরে যাচ্ছো, কষ্টের তীব্রতায় ফেলে দিয়ে?
আমি বুক চিরে কি করে দেখাবো-
তুমি কাশবনের ঢেউয়ের মত খেলা করছো এই হৃদয়ে?
আমি দেখাতে পারব না-
অস্থির চোখের কোণে মেঘ ঘনীভূত হয়ে আছে।
আমি কখনো তাকাতে পারব না-
তোমার আঁখির পানে। ভয় হয়, ভীষণ ভয় হয়
ঘনীভূত মেঘ হতে যদি অঝড় ধারায় বৃষ্টি নামে!
__________________________________
2012 সালের লেখা
__________________________________
2012 সালের লেখা
No comments:
Post a Comment