Sunday, August 12, 2018

তুমি কি দূরে সরে যাচ্ছো

তুমি কি দূরে সরে যাচ্ছোআমার নদীতে উত্তাল ঢেউ তুলে?
জোছনার আলোর আচ্ছাদনে রেখেছিলে আমায়।
প্রবল ঝড়ে শান্ত রেখেছিলে আমায়,
ঢেউয়ের সীমা অতিক্রম করতে দাওনি কখনো।
আজ বোধহয় চলে যেতে চাইছো তীর ভাঙ্গার জন্য

তুমি কি দূরে সরে যাচ্ছোবিষন্নতার রক্তিম ছায়ায় রেখে?

স্বর্ণলতার মত জড়িয়ে রেখেছিলে আমায়।
বাতাসের সাথে কথা বলেছিলামবৃষ্টিকে স্পর্শ করেছিলাম,
কখনোবা তারার তিমিরে মিশে গেছিদু'জন মিলে।
আজ বোধহয় চলে যেতে চাইছো নিঃসঙ্গতায় ফেলে দিয়ে

তুমি কি দূরে সরে যাচ্ছোকষ্টের তীব্রতায় ফেলে দিয়ে?

আমি বুক চিরে কি করে দেখাবো-
তুমি কাশবনের ঢেউয়ের মত খেলা করছো এই হৃদয়ে?
আমি দেখাতে পারব না-
অস্থির চোখের কোণে মেঘ ঘনীভূত হয়ে আছে।
আমি কখনো তাকাতে পারব না-
তোমার আঁখির পানে। ভয় হয়, ভীষণ ভয় হয়
ঘনীভূত মেঘ হতে যদি অঝড় ধারায় বৃষ্টি নামে!


__________________________________
2012 সালের লেখা

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...