Sunday, August 12, 2018

সকাল

যৌবনে পা দিয়েনয়নের নীড়ের টানে,
ভালোবেসে একটি পুতুল কিনেছিলাম।
পুতুলটি কোন সাধারণ নয়নামটি তার 'স্বপ্ন'
ভালোবেসে সে আমাকে একটি নামে ডাকত
আমিও তাকে ভালোবেসে শুদ্ধ 'সকালবলে ডাকতাম।
কখনো সে আমাকে মিষ্টি কন্ঠে গান শুনাতমিষ্টি মিষ্টি কথা বলত।
আমি অবাক হয়ে চোখটি বন্ধ করে নীরব শুনতাম।
আবার আমিও আমার স্বপ্ন গুলো উদাসমনে তাকে বলতাম,
সেও অনুলিপি করে আমার স্বপ্নে ভাগ বসাত

একদিন আমার 'সকাল'কে নিয়ে নির্জনে খেলায় মেতে ছিলাম,
হঠাৎ করে কোথায় থেকে দস্যু এসে
আমার হাত থেকে 'সকালকে ছিনিয়ে নিয়ে গেল।
দস্যুদের সাথে স্তব্ধ হয়ে যায় সেআমাকে ডাকেও না
ফিরেও তাকায় নাচলে যায় নিঃশব্দে।
আমি শুধু তাকিয়ে থাকি কাউকে কিছু বলতে পারি না

আজ কত প্রহর গেল,
আমি এখনো  নির্জনতায় দাড়িয়ে আছি,
অপেক্ষায় আছি আমার 'সকাল'-কে তারা
আমার কাছে ফিরিয়ে দিবে।
কিন্তু কেউ আমার 'সকাল'কে ফিরেয়ে দেয় না।
এখন আর আমি তার কন্ঠে বৃষ্টির ধারা শুনতে পাই না,
দু'চোখে আর জোনাকির আলো দেখতে পাই না।
দুর্লভ গগনের পানে তাকিয়ে চিৎকার করে শুধু বলি;
'সকালহীনা আমার মাঝে এখন ভীষণ শূন্যতা,
আর কেউ কখনো পাবে না এই হৃদয়ে পূর্ণতা 

_____________________________ 
২৭.০৩.১৪, সকাল 
আজিমপুর

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...