যৌবনে পা দিয়ে; নয়নের নীড়ের টানে,
পুতুলটি কোন সাধারণ নয়, নামটি তার 'স্বপ্ন'।
ভালোবেসে সে আমাকে একটি নামে ডাকত
আমিও তাকে ভালোবেসে শুদ্ধ 'সকাল' বলে ডাকতাম।
কখনো সে আমাকে মিষ্টি কন্ঠে গান শুনাত, মিষ্টি মিষ্টি কথা বলত।
আমি অবাক হয়ে চোখটি বন্ধ করে নীরব শুনতাম।
আবার আমিও আমার স্বপ্ন গুলো উদাসমনে তাকে বলতাম,
সেও অনুলিপি করে আমার স্বপ্নে ভাগ বসাত।
একদিন আমার 'সকাল'কে নিয়ে নির্জনে খেলায় মেতে ছিলাম,
হঠাৎ করে কোথায় থেকে দস্যু এসে
আমার হাত থেকে 'সকাল' কে ছিনিয়ে নিয়ে গেল।
দস্যুদের সাথে স্তব্ধ হয়ে যায় সে, আমাকে ডাকেও না,
ফিরেও তাকায় না, চলে যায় নিঃশব্দে।
আমি শুধু তাকিয়ে থাকি কাউকে কিছু বলতে পারি না।
আজ কত প্রহর গেল,
আমি এখনো ঐ নির্জনতায় দাড়িয়ে আছি,
অপেক্ষায় আছি আমার 'সকাল'-কে তারা
আমার কাছে ফিরিয়ে দিবে।
কিন্তু কেউ আমার 'সকাল'কে ফিরেয়ে দেয় না।
এখন আর আমি তার কন্ঠে বৃষ্টির ধারা শুনতে পাই না,
দু'চোখে আর জোনাকির আলো দেখতে পাই না।
দুর্লভ গগনের পানে তাকিয়ে চিৎকার করে শুধু বলি;
'সকাল' হীনা আমার মাঝে এখন ভীষণ শূন্যতা,
আর কেউ কখনো পাবে না এই হৃদয়ে পূর্ণতা ।
_____________________________
আমি শুধু তাকিয়ে থাকি কাউকে কিছু বলতে পারি না।
আজ কত প্রহর গেল,
আমি এখনো ঐ নির্জনতায় দাড়িয়ে আছি,
অপেক্ষায় আছি আমার 'সকাল'-কে তারা
আমার কাছে ফিরিয়ে দিবে।
কিন্তু কেউ আমার 'সকাল'কে ফিরেয়ে দেয় না।
এখন আর আমি তার কন্ঠে বৃষ্টির ধারা শুনতে পাই না,
দু'চোখে আর জোনাকির আলো দেখতে পাই না।
দুর্লভ গগনের পানে তাকিয়ে চিৎকার করে শুধু বলি;
'সকাল' হীনা আমার মাঝে এখন ভীষণ শূন্যতা,
আর কেউ কখনো পাবে না এই হৃদয়ে পূর্ণতা ।
_____________________________
২৭.০৩.১৪, সকাল
আজিমপুর
আজিমপুর
No comments:
Post a Comment