জীবনের সময় সমগতিতে যাচ্ছে চলে
নিবীড় ভালোবাসা রেখেছি বুকের তলে
জানি হবে না আর মিলন
হবে না দেখা তোমার চলন
ভিতরেও নাহি কোন আশা
শুধু পুঁজে রেখেছি হারমানা ভালোবাসা।
নিবীড় ভালোবাসা রেখেছি বুকের তলে
জানি হবে না আর মিলন
হবে না দেখা তোমার চলন
ভিতরেও নাহি কোন আশা
শুধু পুঁজে রেখেছি হারমানা ভালোবাসা।
প্রার্থণা করি, ফুঁটুক কুড়ি
নতুন করে, তোমার ঘরে
আর
নেমে আসুক বসন্তেরই হাওয়া
এ আমার একান্তই চাওয়া।
নতুন করে, তোমার ঘরে
আর
নেমে আসুক বসন্তেরই হাওয়া
এ আমার একান্তই চাওয়া।
স্বপন পাশে যদি তোমার দেখা পাই
পুরোনো কন্ঠে আবারো বাণী শুনিতে চাই
অস্পৃশ্য পরশে ভোলাবে মন
রঞ্জিত হবে আমারই শ্রবণ
এইতো আমার মৃত্যুঞ্জয়
এইতো আমার ভালোবাসার জয়।
পুরোনো কন্ঠে আবারো বাণী শুনিতে চাই
অস্পৃশ্য পরশে ভোলাবে মন
রঞ্জিত হবে আমারই শ্রবণ
এইতো আমার মৃত্যুঞ্জয়
এইতো আমার ভালোবাসার জয়।
_____________________________________
০৮/০১/২০১৫
ঢাকা
০৮/০১/২০১৫
ঢাকা
No comments:
Post a Comment