Monday, August 13, 2018

রাজ্য

রাজ্য যখন রত্নে ভরা
দুই রাজা তখন মাতোয়ারা
সোনার মুকুট পড়বে কখন
দু'চোখেতে তাদের স্বপ্ন ভরা।

সোনার আসন করবে শাসন
রাজারা হয় যে তখন পাগল
লড়ে সৈন্যরা, দেখে তাহারা
আর প্রজারা তখন গরু-ছাগল।
___________________________
০৩/০২/১৫
ঢাকা

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...