আমার আছে দুটো বোন
বড় বোনটির নাম হিমা
আলসের রানী
ঘুমোয় শুধু জানি
বকাঝকা খেয়ে
নির্বোধ হয়ে
কাজ গুলো করে নিজের মত কিমা।
বড় বোনটির নাম হিমা
আলসের রানী
ঘুমোয় শুধু জানি
বকাঝকা খেয়ে
নির্বোধ হয়ে
কাজ গুলো করে নিজের মত কিমা।
এক বছরের ছোট তার
বোনটির নাম লায়লা।
গম্ভীর হয়ে থাকে সে
নিজ ভূবনের গড়া আকাশে
রাগ করে সে মাঝে মাঝে
ঝড় তুলে যে তার সাজে
সবকিছু করে ফেলে কয়লা।
বোনটির নাম লায়লা।
গম্ভীর হয়ে থাকে সে
নিজ ভূবনের গড়া আকাশে
রাগ করে সে মাঝে মাঝে
ঝড় তুলে যে তার সাজে
সবকিছু করে ফেলে কয়লা।
আমি তাদের ছোট্টভাই
ভূবনে যেন আর কেহ নাই
নাম আমার রোমিও
যেন আদরের মধ্যমণি
সারাদিন জ্বালাই তাদের
সুবিধাগুলো করি নিজের
তারপরও আছি তাদের নয়নেরও মণি।
ভূবনে যেন আর কেহ নাই
নাম আমার রোমিও
যেন আদরের মধ্যমণি
সারাদিন জ্বালাই তাদের
সুবিধাগুলো করি নিজের
তারপরও আছি তাদের নয়নেরও মণি।
_______________________________________________
১৬/০৮/১৪
আজিমপুর
১৬/০৮/১৪
আজিমপুর
No comments:
Post a Comment