Sunday, August 12, 2018

যায় নাকো কভু ভোলা

আমারই ভূবনে               আমারই গগনে
         শুধুই তোমারি পথ চাহি
ভালোবাসার তরে          ডুবিয়াছি মরে
            ফিরিবার পথ নাহি।
ঠেলিয়াছো দূরে           হঠাৎ আমারে
       দাওনি ভূবন জুড়ে ঠাই
জানো নাকো তুমি       এই হৃদয়ে আমি
      শুধু তোমারে খুঁজিয়া পাই।
জ্বলিতেছে আগুন     নেই মনেতে ফাগুন
      তোমারই বিচরণের অভাবে
হৃদয় কুঠিরে              আলোক নাহিরে
       দ্বীপ্তিরূপে কি কভু আসিবে?
অনুক্ষণ ভরিয়া           যায় শুধু খেলিয়া
          স্মৃতির পাতার খেলা
বৎসর চলিয়া যায়      তোমারে আপনায়
         যায় না কভু ভোলা।
______________________________________
০৪/১১/১৪
ঢাকা

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...