তুমি কি শুনতে পাও? আমার হৃদয় যে-
তুমি কি দেখতে পাও? আমার চোখের জলে যে-
মিশে আছে তোমায় নিয়ে আঁকা স্বপ্ন।
আমি জানি-
তুমি সব শুনতে পাও, দেখতে পাও
তুমি থাকো শুধুই নিশ্চুপ, বুকে চাপিয়ে রাখো সব।
জড়তায় তুমি কিছু বল না
কিন্তু প্রকৃতি যে আমায় সব বলে দেয়।
প্রকৃতি যে এক করেছে আমাদের মন ও প্রাণকে।
তারপরও কি তুমি মুখ ফুটে কিছু বলবে না?
আমি জানি-
একদিন বলবে, সমস্ত জড়তা কাটিয়ে
তখন তুমি যে কোন বাধাই মানবে না।
আমাকে আলিঙ্গন করে ওষ্ঠধর কেঁপে কেঁপে বলবে
ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি।
আমি যে অপেক্ষায় আছি এই মধুর সময়ের জন্য;
অপেক্ষায় আছি তোমার গ্রীবাকে রংঙিন করবার জন্য;
অপেক্ষায় আছি তোমার ললাট-কপোল-চিবুক স্পর্শ করার জন্য;
অপেক্ষায় আছি তোমার ওষ্ঠে উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্য।
আমি জানি-
তখন তুমি আমাকে কোন বাধা দিবে না।
সর্বস্ব বিলিয়ে দিবে আমায়। তুমি জান-
আমার সকল ভালোবাসা শুধুই তোমার জন্য,
আমার সকল অনুভূতি শুধুই তোমার জন্য।
-------------------------------------------------
২০১১-২০১২ সালের লেখা
No comments:
Post a Comment