Sunday, August 12, 2018

বিধাতা তুমি

আপন সৃষ্ট জগতে পেয়েছি তোমায় বিধাতা রুপে
করেছিলে নিপুণ চারুশিল্পে গোলাপ ফোঁটা মম চিত্তকে
নিদারুণ সাধনায়-তোমার দয়ায় পেয়েছি তোমারি স্বর্গকে।
তবে কেন নিক্ষেপ করলে নরক-জ্বালাময় উত্তাপে?

ইশ্বর তুমি, অবিনশ্বর তুমি,তোমার মহিমায় নিরুপায় আমি
মম তপস্যা বিষাক্ত নীলিমা,প্রার্থনা তবুও ছাড়িনি প্রভু।
বিছিয়ে রেখেছি পিয়াসী হৃদ,তোমার লীলা বুঝিনি কভু!
চিত্ত নিবেদন স্বর্গের কামনা-বাসনায়, আমার পূজারী  তুমি

____________________________________ 

২০১২ সালের লেখা 

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...