সাফল্যের মানদণ্ড কি পরিমাপ করা যায়? সফলতা কি গণলোকের/সমাজের মানুষের মূল্যায়নের উপর নির্ভর করে নাকি নিজের চাহিদার উপর, কোনটা?
যদি গণলোকের/সমাজের মানুষের মূল্যায়ন অনুযায়ী হয় তাহলে দুনিয়ার কেউই সফল নয়। যেমন ধরুন, ধনকুবেরদের কোন মূল্য নেই সংস্কৃতি চর্চাকারীদের কাছে কিংবা সোস্যাইলিস্টদের কাছে, অনুরুপে সংস্কৃতি চর্চাকারীদের কোন মূল্য নেই ধনাট্য শ্রেণীর কাছে, কৃষক কিংবা দিনমজুরেদের মূল্য নেই সমাজের উচ্চ শ্রেণীর কাছে, এক ধর্মের মানুষের অন্য ধর্মে মূল্য নেই অথচ তারা নিজ নিজ জায়গায় সফল। আবার রাজনীতিবিদদের পালা বদল হয় মানে একবার জয়ী হয় আবার পরাজিত হয়, তাই তারা একবার সফল আরেকবার ব্যর্থ। তাই বলা যায় গণমানুষের মূল্যায়ন অনুযায়ী সফলতা শব্দটাই একটা ব্যর্থ শব্দ।
আবার,আপাতঃভাবে নিজের চাহিদা অনুসারে সবাই সফল একাধারে সবাই বিফল। ধরলাম কেউ একটি লক্ষ্য স্থির করলো এবং পৌছালো। পরে দেখতে পেলো অন্য কোন একজন ভিন্ন কোন ক্ষেত্রে তার চেয়ে ভালো পজিশনে আছে। তখন সে নিজেকে আবার বিফল মনে করবে। এভাবে আবার সে আরেকটি লক্ষ্যে পৌছাবে আবার কিছুদিন পর এটাকেও বিফল মনে করবে। ঠিক তেমনই একজন কৃষক যদি ভালো উৎপাদন করে তাহলে সে সফল, ভালো না হলে সে বিফল, দিনমজুরে দিনে পাঁচশ টাকা কামালে সে সফল নইলে বিফল, কোটিপতি মাসে কোটি টাকা কামাতে পারলে সে সফল নইলে সে বিফল, চোরে চুরি করতে পারলে সফল আর ধরা পরলে বিফল। দেখা যাচ্ছে সবাই সফলতা-বিফলতার মাঝে ঘুরপাক খাচ্ছে। এর কারণ সম্ভবত আমাদের চাহিদার লিমিট আমরা ফিক্সড করতে পারি না। তাহলে নিজের চাহিদা অনুসারে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু?
দুই ক্ষেত্রেই সফলতা শব্দটা সফল হলো না, তাহলে কেন আমাদের জীবনে সফল হওয়া একমাত্র লক্ষ্য? সফল হলেই কি জীবন সার্থক হয়? সফলতা আর সার্থকতা কি এক ব্যাপার? একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে সফল হলেও কি তার জীবনে সার্থকতা অর্জিত হয়? একটি চোর যখন তার জীবনের যতসব চুরি সফলভাবে করে তাহলে কি তার জীবন সার্থক হয়ে যায়? তাহলে সার্থকতা কিসে অর্জিত হয়? সুখে বসবাস করলে নয় কি?
আমরা এই সফলতার পিছনে ছুটছি তো ছুটছি, সেটা অর্জন করলেই কি সুখ আসে? তার উত্তর আমার জানা নেই, শুধু জানি সুখ আসে জীবনের বড় চাহিদা গুলো ছেঁটে ফেললে, চাহিদাগুলো লিমিটের মধ্যে নিয়ে আসলে, ব্যর্থতাকে ভুলে নতুর করে সামনের দিকে এগোলে, অন্যের দিকে না তাকালে, অযথা প্রতিযোগিতা না করলে(পরশ্রীকাতরতা)। আর সুখ অর্জিত হওয়ার পর সেটা ত্যাগ স্বীকার করে মানব জীবনে কিছু রেখে যেতে পারলেই আসে জীবনের সার্থকতা, তা নয় কি?
No comments:
Post a Comment