Thursday, September 27, 2018

আমার চোখে প্রেম

প্রেমে যেভাবে পড়ে

যেহেতু মানব বৈশিষ্ঠ্যের মধ্যে পরস্পর বিপরীত লিঙ্গের প্রতি প্রাকৃতিকভাবে আকর্ষণ অনুভব করে সেহেতু কে কখন কার প্রেমে পড়ে বলা যায় না। একটা মানুষ তার নিজস্ব স্বকীয়তা নিয়ে বেড়ে উঠে। সে যখন অনুভব করে তার সঙ্গী প্রয়োজন, তখন সে খুঁজতে থাকে তার মত চিন্তা ধারার একজন সঙ্গীকে, খুঁজতে থাকে তার ছায়া সঙ্গী তার অবচেতন মনের অনুরুপীকে। জীবনে চলতে গেলে যদি কোন বিপরীত লিঙ্গের সঙ্গে স্বপ্নের মানুষটার বিন্দু পরিমাণ মিল খুঁজে পায়, দেখতে পায় তার চিন্তা তাকে মুগ্ধ করছে, প্রভাবিত করছে, জীবনটাকে ঠিক সে যেভাবে দেখে অনেকটা তা মিলে যায়,  তখনই সে ঐ মানুষটার  প্রেমে পড়ে যায়। (এই কারণে অনেক মেয়ের প্রথম প্রেম হয় তার শিক্ষক, তার কারণ শিক্ষকের জ্ঞানে সে মুগ্ধ হয়) 

প্রেম কি

প্রেমকে আমি বলি যুক্তিবিহীন মস্তিষ্ক, এখানে ফার্স্ট প্রায়োরিটি থাকে আবেগ। অন্ধের মত ছুটে বেড়ায় সে, জীবনে তাকে ছাড়া আর কিছু সে কল্পনা করতে পারে না, অসম্ভবকে ছুঁতে চায় সে, চাঁদের আলোতে উড়তে চায়, ফুল হয়ে থাকতে চায়, পাখি হয়ে উড়তে চায়, নীল আকাশ ছুঁতে চায়, যৌনতা ছড়িয়ে থাকে তার চারিপাশে, মন চায় একে অপরকে কাছে পেতে।(এ কারণে প্রেমিক-প্রেমিকারা ডেটে যায় চুমু খায়,একান্ত রুমে যায় সেক্স করে যদিও বাংলাদেশে কঠোর বাধার কারণে সবাই তা পারে না, একারণে তারা বিয়ে বিয়ে করে)। এই যে এই ফিলিংস, তার মধ্যে একটা অস্বাভাবিক সৌন্দর্য কাজ করে। এই কারণেই সবাই বলে প্রেম না করলে জীবন বৃথা। এই সৌন্দর্য থেকে সৃষ্টি অনেক সৃষ্টিকর্ম একারণে সৃষ্টিশীল মানুষরা মানে কবি/ সাহিত্যিকরা/শিল্পী বারবার প্রেমে পড়ে আর সৃষ্টি করে নতুন নতুন সৃষ্টিকর্ম।

ভালোবাসা কি

যখন অন্ধের মত যাত্রা তাদের চলে যায়, তখন সে বাস্তবতায় ফিরে আসে, তাদের মধ্যে যুক্তি কাজ করে। যেহেতু দুইজন মানুষ নিজস্ব স্বকীয় বৈশিষ্ঠ্যের সেহেতু তাদের মধ্যে অনেক কিছু যেমন মিল থাকে তেমনি কিছু কন্ট্রাডিকশনও থেকে যায়। এই কন্ড্রাডিকশনটাকে এক বিন্দুতে আনতে দরকার হয় পারস্পরিক শ্রদ্ধাবোধ, কিছু ছাড়, কিছু মানিয়ে নেওয়া এটাকেই বলে ভলোবাসা। (আর বিয়ে ব্যাপারটাতে সবকিছু মেনে নিয়ে এগোতে হয়, পারলে সুখী না পারলে অসুখী)

মায়া কি

প্রেম, ভালোবাসা সাথে আরেকটি শব্দ জুড়ে দিতে চাই সেটা হলো মায়া। দীর্ঘদিন দুইটা মানুষ একসাথে থাকতে থাকতে অনেক চড়াই উতরাই-এর পরও একধরণের মায়া তৈরী হয়। যেটা চাইলেও পরিত্যাগ করা যায় না। প্রেম, ভালোবাসার শেষ স্তর আছে কিন্তু মায়ার শেষ নেই এটা চিরন্তন। এই দুইজন মানুষ যুগ যুগ ধরে সম্পর্ক ধরে রাখতে পারে। যাদের মধ্যে এই মায়া নেই তাদের সম্পর্ক বেশীদিন টিকে না আবার মায়ার কারণে প্রেম-ভালোবাসা না থাকলে একসাথে থাকতে পারে। 

আসলে কোন কিছু অ্যাবসোলুট না, এসব বিষয়ে অনেক অনেক ফ্যাক্টর কাজ করে, তাই কোন কিছুই সংজ্ঞায় ফেলা যায় না, বিশেষ করে মানবীক মস্তিষ্কের ব্যাপার গুলো।

এখন আমাদের বাস্তব প্রেক্ষাপটে প্রেম কি? আসলে আমরা যা প্রেম বলে দেখি, তা অনেকটা ফোর্স করে প্রেম নিজের মধ্যে আনা ন্যাচারেল নয়, মানে প্রেম করতে হবে তাই করতে হয় সেটা আসুক আর নাই আসুক। টিভি, সিনেমায়, গান, কবিতায় দেখে প্রেম করি। প্রেমিক মেয়েদের পিছনে পিছনে ছুটে, পাগলামো করে মেয়েদের মন জয় করার চেষ্টা করে আর প্রেমিকারা অপেক্ষা করে কোন ছেলে তাকে সুন্দর করে প্রেম নিবেদন করল তাকে সে মন দিয়ে দিল, এইটুকু করেই প্রেম হয়ে যায়, আসলে হয় না। স্কুল/কলেজে বন্ধু/বান্ধুবীরা প্রেম করে তাই নিজেদের প্রেম করতে হবে, ভার্সিটিতে বন্ধুরা প্রেমিক/প্রমিকাকে নিয় উদ্যানে উদ্যানে ঘুরে বেড়ায় তাই নিজের সেই তাড়নায় প্রেম করতে হবে কিন্তু ওটা কি প্রেম? আসলে না, একারণে বিচ্ছেদ ঘটলেও আমরা প্রেমিক/প্রেমিকাকে সহ্য করতে পারিনা, প্রেমিকার বিয়ের পর প্রেমিকার সুখ দেখে স্ক্যান্ডাল ছড়াতে ব্যস্ত হয়ে পরি, এসিড ছুড়ি। না, সত্যি প্রেম কখনো এমন না, সত্যি প্রেমে শ্রদ্ধাবোধ থাকে বিচ্ছেদ হওয়ার পরও। কারণ কি কারণে আসলে আমরা প্রেম করি? নিশ্চয়ই একে অপরকে সুখী রাখার জন্য, সুখী দেখার জন্য, তো প্রেমিক/প্রেমিকার অন্য কারও সাথে বিয়ের পর সুখকে দেখে নিজেরও সুখী হওয়ার কথা কিন্তু তা সাধারণত আমরা করে থাকি না। তাই আমার চোখে এটা প্রেম না। 

আমার চোখে প্রেম সুন্দর, প্রেম আমাকে স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচতে শিখায়। এ প্রেম বিয়ের পর আসে না, একদিনের পছন্দ, অজানাকে বিশালতাকে মেনে নিয়ে কখনো প্রেম হয় না, যদি হয়ও বরং এটাকে মায়ার আওতায় ফেলা যায়, একসাথে থাকতে থাকতে মায়া জন্মে আরকি। আর আমি মনে করি দু'জনের ব্যাক্তিত্ত্বকে ধরে রাখলে প্রত্যেকটা নতুন সকাল দু'জনের জন্য নতুন হতে বাধ্য। তাই দু'জন বারবার ভেসে যায় প্রেমের ভেলায়। সে ভেসে যাওটা অধিক সুন্দরতম। এটাই আমার বিশ্বাস।

**** উল্লেখ্য, বহুগামী/বিষমকামীরা বারবার ভিন্ন ভিন্ন মানুষের প্রেমে পড়ে আর একগামীরা বারবার একজনেই প্রেমে পড়ে আর সমকামীরা সমলিঙ্গের প্রতি প্রেমে পড়ে।

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...