সবকিছু ভেঙ্গে পড়ছে;
আকাশ-মাটি-রমনীর শাড়ি,
নষ্ট হয়ে যাচ্ছে সব।
কাক-শকুন; আমাদের বিলিয়ে দেওয়া মাংস গুলোকে
আনন্দ সহিত খাচ্ছে।
ফেলে যাচ্ছে নোংরা কিছু পালক,
এই পালককে আকড়ে ধরে
কাক-শকুন; আমাদের বিলিয়ে দেওয়া মাংস গুলোকে
আনন্দ সহিত খাচ্ছে।
ফেলে যাচ্ছে নোংরা কিছু পালক,
এই পালককে আকড়ে ধরে
আমরা উড়ছি অলৌকিক উড়োজাহাজে।
কিন্তু আমরা ভুলে যাচ্ছি
আমাদের শরীর কতটা ক্ষতবিক্ষত, কতটা কুৎসিত!
আমাদের ক্ষত শরীরের প্রতিটা অঙ্গ একেকটি পুস্প ছিল
তা দিনদিন পঁচে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না।
আমরা এখনো কৃষ্ণ পক্ষের চাঁদকেই জোছনা দেখছি,
ভুলেই যাচ্ছি এই চাঁদ ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে,
সবকিছু ভেঙ্গে পড়ছে,সব চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।
আমাদের ক্ষত শরীরের প্রতিটা অঙ্গ একেকটি পুস্প ছিল
তা দিনদিন পঁচে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না।
আমরা এখনো কৃষ্ণ পক্ষের চাঁদকেই জোছনা দেখছি,
ভুলেই যাচ্ছি এই চাঁদ ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে,
সবকিছু ভেঙ্গে পড়ছে,সব চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।
আমরা বাঙ্গালী: আমরাই আমাদের আততায়ী।।
___________________________________________
2012
No comments:
Post a Comment