কারো কথা রাখিনি
প্যরোডি - সুনীলের 'কেউ কথা রাখেনি'
রোমিও
~~~~~~~~~~~
কারো কথা রাখিনি, একুশ বছর কাটল, কারো কথা রাখিনি।
ছেলে বেলায় দাদি গালে চুমু খেয়ে বলেছিল
যেদিন তোর গালে তোর দাদুর মত দাড়ি হবে,
সেদিন তোর দাদুকে রেখে তোকে নিয়ে পার্কে ঘুরতে যাব।
দাদি আমি তোমার জন্য আর বসে রইনি,
ইতিমধ্যে বছরে ডজন খানিক প্রেমিকাকে নিয়ে উদ্যানে উদ্যানে ঘুরেছি।
যেদিন তোর গালে তোর দাদুর মত দাড়ি হবে,
সেদিন তোর দাদুকে রেখে তোকে নিয়ে পার্কে ঘুরতে যাব।
দাদি আমি তোমার জন্য আর বসে রইনি,
ইতিমধ্যে বছরে ডজন খানিক প্রেমিকাকে নিয়ে উদ্যানে উদ্যানে ঘুরেছি।
নানু বাড়ি যখন যেতাম, নানি বলেছিল, বড় হও ভাইয়া,
তোমাকে আমি সিনেমার নায়িকার মত লাল টুকটুকে বউ এনে দিব।
আমি এখন বাঁশ ঝাড়ের বাঁশের ডগা ছুঁই।
নানি, আমি এখন এত্ত বড় হয়েছি
মেদহীন রমনীদের জন্য আমার আর দিনে অবকাশ পাই না,
তোমাকে কি করে বলব, আমি বিয়ে করতে চাই না!
তোমাকে আমি সিনেমার নায়িকার মত লাল টুকটুকে বউ এনে দিব।
আমি এখন বাঁশ ঝাড়ের বাঁশের ডগা ছুঁই।
নানি, আমি এখন এত্ত বড় হয়েছি
মেদহীন রমনীদের জন্য আমার আর দিনে অবকাশ পাই না,
তোমাকে কি করে বলব, আমি বিয়ে করতে চাই না!
একদিন বড় আপুর বান্ধবী ফুল দিয়ে বলেছিল,
যেদিন কাউকে সত্যিকারের ভালোবাসবে
সেদিন তোমাকেও তোমার প্রিয়তমা সুগন্ধী ফুল দিবে।
আপু, আমি তো কাউকে সত্যি ভালোবাসিনি
তারপরও তাদের কাছ থেকে অসংখ্য ফুল পেয়েছি,
পেয়েছি গোলাপ পাপড়ি আর কদম ফুলের স্বাদ।
এখনো আমি উত্তম পুরুষ
কারো কথা রাখিনি, একুশ বছর কাটল, আমি কারো কথা রাখি না!
যেদিন কাউকে সত্যিকারের ভালোবাসবে
সেদিন তোমাকেও তোমার প্রিয়তমা সুগন্ধী ফুল দিবে।
আপু, আমি তো কাউকে সত্যি ভালোবাসিনি
তারপরও তাদের কাছ থেকে অসংখ্য ফুল পেয়েছি,
পেয়েছি গোলাপ পাপড়ি আর কদম ফুলের স্বাদ।
এখনো আমি উত্তম পুরুষ
কারো কথা রাখিনি, একুশ বছর কাটল, আমি কারো কথা রাখি না!
২০১২
No comments:
Post a Comment