বন্ধু তুমি দূরে আর থেকো না
আমার মনে শুধু তোমার ঠিকানা
কি জানি কি ভেবে যাই সারাক্ষণ
তোমার হৃদয়ে ছুঁতে চায় এ মন।
আমার মনে শুধু তোমার ঠিকানা
কি জানি কি ভেবে যাই সারাক্ষণ
তোমার হৃদয়ে ছুঁতে চায় এ মন।
রাতের জোনাকিরা, দিচ্ছে পাহারা
খেয়ালি চোখে
তোমার রূপে আলোকিত হয়ে
ভুলে নিজেকে।
নীল জ্যোৎস্না মেঘের আড়ালে
দেখো মুখ লুকায়
তোমার প্রেমে মাতাল হয়ে
হারিয়ে সে যেতে যায়।
কি করে আমি নিজেকে
দূরে রাখি তোমা' থেকে
আমায় বলোনা.......
বন্ধু তুমি দূরে আর থেকো না....
খেয়ালি চোখে
তোমার রূপে আলোকিত হয়ে
ভুলে নিজেকে।
নীল জ্যোৎস্না মেঘের আড়ালে
দেখো মুখ লুকায়
তোমার প্রেমে মাতাল হয়ে
হারিয়ে সে যেতে যায়।
কি করে আমি নিজেকে
দূরে রাখি তোমা' থেকে
আমায় বলোনা.......
বন্ধু তুমি দূরে আর থেকো না....
___________________________________________
০৯.১০.১৮
সোনারগাঁ
০৯.১০.১৮
সোনারগাঁ
No comments:
Post a Comment