Tuesday, November 27, 2018

বোধ

ব্যর্থতার ডাক শুধু শুনতে পাই চারদিকে
কেন মানুষ ছুটে চলে ঐ সফলতার ডাকে?
মনের ভিতর শুধু বোধ উঠে জেগে,
'পঞ্চইন্দ্রিয়ের স্বাদ যেখানে বেঁধে রাখতে হয়,
                         সেখানে কেইবা সফল হয়!'
তাই আমি লালন করি ব্যর্থতাকে
দুঃখ রূপে
         ব্যাধি রূপে
                জমা করি বুকের খুব গভীরে।
রক্তক্ষরণ হয়,
         পুঁজের আস্তরণ পড়ে।
তবুও আমি আশা নিয়ে থাকি,
                    আমি স্বপ্ন দেখতে থাকি,
একদিন এই ব্যাধিই
          ঝিনুকের ব্যাধির মতন
               পরিণত হবে নিটোল মুক্তোয়।
হয়ত আমি দেখবো, হয়তো না;
হয়ত আমি জানবো, হয়তো না;
             একদিন ঝুলবে কারও গলায়।
__________________________________
২৪.১১.১৮
সোনারগাঁও

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...