রঙের দুনিয়ায় সবাই রঙ ছুড়ে
আমার দেহে ক্রমশ ঘুণে ধরে।
আমার দেহে ক্রমশ ঘুণে ধরে।
জ্যোতির্ময় জ্যোতি আকাশে টলমল
আমার চোখে তখন জলে ছলছল
নিভৃতে ঘরের কোণে পরে ঝরে
যখন সকলে চলে যায় দূরে সরে।
আমার চোখে তখন জলে ছলছল
নিভৃতে ঘরের কোণে পরে ঝরে
যখন সকলে চলে যায় দূরে সরে।
বিষের বাঁশির সুর শ্রবণে আসে ধেঁয়ে
একাকিচিত্তে একমনে থাকি চেয়ে
তাদের মনে তখন বসন্ত
আমার শরীর বড়ই ক্লান্ত
বলহীন, ভারসাম্যহীন হয়ে উঠে দাঁড়াই
পা বাড়াতেই বারবার পিছলিয়ে যাই
বসে থাকি, চেয়ে থাকি কারও অপেক্ষায়
এই বুঝি, এক্ষুণি কেউ ডাকবে আমায়
আওয়াজ আসে না তখনো ভেসে
দুঃখের সাগরে আমি যাই মিশে।
একাকিচিত্তে একমনে থাকি চেয়ে
তাদের মনে তখন বসন্ত
আমার শরীর বড়ই ক্লান্ত
বলহীন, ভারসাম্যহীন হয়ে উঠে দাঁড়াই
পা বাড়াতেই বারবার পিছলিয়ে যাই
বসে থাকি, চেয়ে থাকি কারও অপেক্ষায়
এই বুঝি, এক্ষুণি কেউ ডাকবে আমায়
আওয়াজ আসে না তখনো ভেসে
দুঃখের সাগরে আমি যাই মিশে।
ঝাপসা চোখে দেখি এক আগুন্তুক
নিবৃত্তি নিয়ে চেয়ে দেখে আমার মুখ
সুধায় তখন আমায়,
"প্রিয়, কি দিবো তোমায়?
আমার আছে সেই ঘুণে ধরা স্বপন
যা তুমি অজান্তে করেছিলে বপন।"
নিবৃত্তি নিয়ে চেয়ে দেখে আমার মুখ
সুধায় তখন আমায়,
"প্রিয়, কি দিবো তোমায়?
আমার আছে সেই ঘুণে ধরা স্বপন
যা তুমি অজান্তে করেছিলে বপন।"
--------------------------------------------------
২১.০১.২০১৯
সোনারগাঁ
২১.০১.২০১৯
সোনারগাঁ
No comments:
Post a Comment