Monday, August 13, 2018

বসন্তের অভিপ্রায়

এই সুন্দর সন্ধায় হাটতেছি শহুরে পিচঢালা পথে
ধুলিকনা উড়িয়ে বইছে চঞ্চল দখিনা বায়
সবকিছু ছাপিয়ে প্রকৃতির গৌরব উঠিয়াছে মেতে
গুনগুনিয়ে চারিপার্শ্ব যেন বসন্তের গান গায়।

তবুও ক্লান্ত আমি, এই যান্ত্রিক আর ব্যাস্ত শহরে
নাহি পাওয়া যায় সবুজ আমের মুকুলের গন্ধের স্বাদ
গলা উচিয়ে দাঁড়িয়ে থাকা বড় বড় ইট-কুঠিরে
দেখা নাহি মিলে বৃক্ষের আড়ালে ঊষার খেলার প্রাত

মন তখনি চলিয়া যায়, ফেলে আসা আমার ছোট্ট গায়
যেখানেই শিকড় সেখানে বিরাজ কবির সকল অভিপ্রায়।
________________________________________________
২৯/০১/২০১৫
পলাশী, ঢাকা

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...