Monday, August 13, 2018

অনুকাব্য

১.

টুপটাপ শব্দের বৃষ্টির খেলায়
মর্মে বাজে তোমারই গান
ঘরের কোনে সন্ধ্যাবেলায়
তোমাকেই খোঁজে আমারই প্রাণ।



২.

সবুজ সুন্দর মিষ্টি আবহাওয়া
মম হৃদের একটুখানি চাওয়া
       প্রিয়, তোমার পানে আসা
       হাতটি ধরে পাশাপাশি বসা
অস্থিরতার আবরণে
      প্রণয়ে গভীর চুম্বনে
         সুখের তরীতে ভেসে যাওয়া।

৩.

মেঘের মত এলো চুলে
প্রিয়, তুমি কাছে এলে
         এই গোধুলী বেলায়
অপেক্ষার প্রহর ঘুচালে
হৃদয়ের তষ্ণা মিটালে
         তোমার হাসির মেলায়।
______________________________
২০১৫

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...