Sunday, August 12, 2018

জ্ঞান

'I am the wisest man alive, for I know one thing, and that is that I know nothing.''
- Socretes


সক্রেটিস কিছু জানেন না বলেই সবসময় নিজেকে দাবি করেছেন  তাই তো তিনি মহান দার্শনিক হয়েছিলেন। অজানাকে জানার মাঝে লুকিয়ে আছে মানব মুক্তি। মানুষ অজানাকে যদি না জানত তাহলে তারা রয়ে যেতো সেই আদিম যুগের মানুষ। আর অজানাকে জানাই হলো জ্ঞান, তার প্রেক্ষিতে তার আরেকটি উক্তি হলো,

"The only good is knowledge and the only evil is ignorance."

আর এই জ্ঞানকে অর্জন করাই হলো সুশিক্ষার মুখ্য উদ্দেশ্য, সনদপত্র নয়। জ্ঞানকে অর্জন করতে আমাদের পড়তে হবে, পড়লেই তো আমরা অজানাকে জানবো। জানলেই তো অর্জিত হবে জ্ঞান। এ মুহুর্তে কনফুসিয়াসের কথা মনে পড়ছে, তিনিও চীনের একজন মহান দার্শনিক ছিলেন, উনার প্রভাব এখনো চীনে বিরাজ আছে। উনি এতই জ্ঞানী ছিলেন যে চীনারা মনে করতো উনি স্বর্গের রাস্তা নিশ্চয়ই জানে। একদিন তার ছেলেকে ডেকে বললো,  'বাবা সবাই বলছে আমি নাকি স্বর্গের রাস্তা জানি, কিন্তু আমি তো স্বর্গের রাস্তা জানি না।' ছেলে প্রশ্ন করলো, "তাহলে ওরা কেন তোমাকে বলছে?" তখন উনি একটা মোটা বই দেখিয়ে বললো, 'ওটা আনো'। ওটা ছিল তার সংগ্রহ করা একটি কবিতার সংকলন। তখন ছেলের হাতে বইটা দিয়ে বললো,"এই নাও এটাই স্বর্গে যাওয়ার রাস্তা, মানুষ যে স্বর্গের কথা বলছে ওটা যেতে পারো আর নাই পারো এই স্বর্গে তুমি ঠিকই গমন করতে পারবে যদি এটা পড়ে শেষ করতে পারো।"

পৃথিবীতে সকল মহৎরা স্বর্গকে কাছে পেয়েছেন এই জ্ঞান অর্জনের মাধ্যমে। তাদের মধ্যে অধিকাংশের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আছে স্বশিক্ষার সুশিক্ষা। আমাদের রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে পড়াশোনা করলে আমাদের অনেটা বছর লেগে যাবে অথচ তাদের ছিল না কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা। আরেকটা উদাহরণ আরজ আলী মাতুব্বর, তাকে বাংলাদেশে দার্শনিকের পর্যায় ধরা হয় অনেকে হয়ত আমরা তার নাম শুনিনি।

আজ আমরা জাতি হিসেবে কতটা জ্ঞান বিমুখ হয়ে পড়েছি, কতটা অসুস্থ হয়ে পড়েছি তা আমাদের সমসাময়িক প্রেক্ষাপট প্রমাণ করে। এখন আমরা বই পড়তে চাই না, জানতে চাই না। পাঠ্য বই পড়ি তাও পড়ি না, কারণ পরীক্ষার প্রশ্ন আগের রাত্রে পাওয়া যায়। এভাবে আমরা নৈতিক পথ ছেড়ে অনৈতিকতার দিকে। আজ সমাজে অনৈতিকতার প্রভাব বিরাজ, সাম্প্রদায়িকতার প্রভাব বিরাজ, শিক্ষায় অসুস্থ রাজনীতি, শিক্ষাঙ্গনে মারামরি, শিক্ষকদের মারামারি(ঢাকা বিশ্ববিদ্যালয়), আরও অনেককিছু কি প্রমাণ করে না জাতিগত অধঃপতনতার?

তাই আমাদের উচিত অনুজদের বই পড়ায় আগ্রহ সৃষ্টি করা, জ্ঞানের আলো  ছড়িয়ে দেওয়া, প্রগতির আলো ছড়িয়ে দেওয়া, মুক্তির গান গাওয়া। শিখা পত্রিকার স্লোগান স্বরণ করে শেষ করছি-

"জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
বুদ্ধি সেখানে আরষ্ট
মুক্তি সেখানে অসম্ভব।"




১৩.১১.২০১৭

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...