Sunday, August 12, 2018

চলন্ত ট্রেন

সামনে চলন্ত ট্রেন,
পিছনে পিছনে ছুটছি পৌছোতে পারছি না কিছুতেই
দৌড়োচ্ছি এক মাইল, দুমাইল, তিন মাইল....
ছুটছি আমি
        ধরবোই ট্রেনটিকে, কিছুতেই পারছি না।
একটিসময় আমি ঠিক লাফিয়ে উঠে পড়লাম
                   হাঁপিয়ে হাঁপিয়ে কামড়ায় প্রবেশ,
অনেক যাত্রী সেখানে জায়গা দেওয়ার মত কেউ নেই
সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, 
                         কারও যেন কোন সময় নেই।
কেউ হাসছে, কেউ গাইছে অন্যের গান
কারও কারও মাঝে জমেছে গল্প,
                অথচ তারা কেউ কারও নয়,
আমি শুধু তাকিয়ে রয়েছি,
        একটি সময় আমিও বেশ মিশে গেছি তাদের সাথে,
বসার জন্য জায়গাটিও পেয়ে গিয়েছি,
গল্প করছি তাদের মত করে,
নিদ্রাহীনতা এখানে কিছুই নয়, দিন-রাত্রি একই রকম লাগে,
অবিরাম চলছে আমাদের যাত্রা, গল্প-আড্ডা বেশ জমেছে।

অন্যমনস্কতায় মনে হলো
         প্রিয়তমার চুলের ভাঁজে আঙ্গুলের স্পর্শতা,
ফেলে আশা প্রণয় কাব্যের অজস্র চরণ
     রবীন্দ্রনাথের প্রেম জড়িত সৃষ্টি নিয়ে অাঁকা  স্বপ্নগুলো,
কিংবা আকাশ থেকে নেমে আসা
      জ্যোৎস্না
             রোদ
                   বৃষ্টি
        আর অন্ধকারের জোনাকির সৌন্দর্য।

হঠাৎ উঠে দাড়িয়ে শিকলটিকে টান দিয়ে   
                              নেমে যাওয়ার প্রয়াস,
পরমুহুর্তে মনে হলো,
একবার নেমে পড়লে যাত্রা করার স্থান কোথায়?
                 হাজার মানুষ এই পথে যাত্রা করছে,
        তাদের কারও ক্লান্তি নেই চোখে,
                 অভিনয় করছে হাসিমুখে।
আর আমার চোখে-মুখে করুন শ্রান্তি 
ভর করে আসে লোকচক্ষুর আড়ালে,
   বলে চলে
        জীবন হিসেবের সফল ব্যর্থতার গল্প ।
--------------------------------------------------------------
১২.০৫.২০১৭
এনায়েতনগর, নাঃগঞ্জ 

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...