Sunday, August 12, 2018

কবি



                  ক্ষনে ক্ষনে মনে মনে
              ভেসে উঠে তোমারই ছবি
      তোমার জন্যেই লিখলাম কত কবিতা
              হয়ে উঠলাম আমি কবি।
               
                কত কবির কত প্রেম নিয়ে
                   কত সব কবিতা সৃষ্টি
               ঠিক তেমনি তুমি আমার
              হৃদয়ের গহীনে অন্তস্থ দৃষ্টি।

               আমায় যত করবে  গ্রহন,
                     করবে যত দান
        মানব জগতে সূর্য হয়ে উদিত হবো
             হয়ে উঠবো আমি মহীয়ান।

         আর যদি ঠেলে দাও আমায় দূরে,
                     চলে যাও সুদূরে
              ঋনি হবো পৃথিবীর তরে
        পারব না হতে যে সবার আদুরে।
        আকাশে তাকাব, অন্ধকার দেখব
             বিষাদ ভরা থাকবে এ মন
       কেঁদে কেঁদে ভাসাব, জীবন ফাঁসাব
                  শুনবে তুমি তখন।

___________________________________
___________________________________

১৯.০৭.১৪; সোনারগাঁ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...