ক্ষনে ক্ষনে মনে মনে
ভেসে উঠে তোমারই ছবি
তোমার জন্যেই লিখলাম কত কবিতা
হয়ে উঠলাম আমি কবি।
ভেসে উঠে তোমারই ছবি
তোমার জন্যেই লিখলাম কত কবিতা
হয়ে উঠলাম আমি কবি।
কত কবির কত প্রেম নিয়ে
কত সব কবিতা সৃষ্টি
ঠিক তেমনি তুমি আমার
হৃদয়ের গহীনে অন্তস্থ দৃষ্টি।
কত সব কবিতা সৃষ্টি
ঠিক তেমনি তুমি আমার
হৃদয়ের গহীনে অন্তস্থ দৃষ্টি।
আমায় যত করবে গ্রহন,
করবে যত দান
মানব জগতে সূর্য হয়ে উদিত হবো
হয়ে উঠবো আমি মহীয়ান।
আর যদি ঠেলে দাও আমায় দূরে,
চলে যাও সুদূরে
ঋনি হবো পৃথিবীর তরে
পারব না হতে যে সবার আদুরে।
আকাশে তাকাব, অন্ধকার দেখব
বিষাদ ভরা থাকবে এ মন
কেঁদে কেঁদে ভাসাব, জীবন ফাঁসাব
শুনবে তুমি তখন।
চলে যাও সুদূরে
ঋনি হবো পৃথিবীর তরে
পারব না হতে যে সবার আদুরে।
আকাশে তাকাব, অন্ধকার দেখব
বিষাদ ভরা থাকবে এ মন
কেঁদে কেঁদে ভাসাব, জীবন ফাঁসাব
শুনবে তুমি তখন।
___________________________________
___________________________________
১৯.০৭.১৪; সোনারগাঁ
No comments:
Post a Comment