Monday, August 13, 2018

কতসুর আজ ডানা মেলেছে

কতসুর আজ ডানা মেলেছে মনের ভিতর
তোমার ঐ হাসি রাঙ্গিয়েছে আমার অন্তর।

পাখির মত ডানা মেলে
মনের ঠিকানা ঐ আকাশের নীলে
জোৎস্না মাখা কোন স্বর্ণালী রাতে
হাজারো রঙ্গের কত বর্ণালীতে
          শুধু তোমারই ছবি আঁকি।

আনমনে তাঁকিয়ে খোলা জানালায়
মেঘদলের খেলা দেখি বড় অবেলায়
আঁধো ঘুমে কোন ঘুমের ঘোরে
হঠাৎ জেগে ওঠা কোন খুব ভোরে
          তোমরই পরশে এ মন যে জাগে।
___________________________________
১৩/০৯/২০১৬

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...