কতসুর আজ ডানা মেলেছে মনের ভিতর
তোমার ঐ হাসি রাঙ্গিয়েছে আমার অন্তর।
তোমার ঐ হাসি রাঙ্গিয়েছে আমার অন্তর।
পাখির মত ডানা মেলে
মনের ঠিকানা ঐ আকাশের নীলে
জোৎস্না মাখা কোন স্বর্ণালী রাতে
হাজারো রঙ্গের কত বর্ণালীতে
শুধু তোমারই ছবি আঁকি।
মনের ঠিকানা ঐ আকাশের নীলে
জোৎস্না মাখা কোন স্বর্ণালী রাতে
হাজারো রঙ্গের কত বর্ণালীতে
শুধু তোমারই ছবি আঁকি।
আনমনে তাঁকিয়ে খোলা জানালায়
মেঘদলের খেলা দেখি বড় অবেলায়
আঁধো ঘুমে কোন ঘুমের ঘোরে
হঠাৎ জেগে ওঠা কোন খুব ভোরে
তোমরই পরশে এ মন যে জাগে।
মেঘদলের খেলা দেখি বড় অবেলায়
আঁধো ঘুমে কোন ঘুমের ঘোরে
হঠাৎ জেগে ওঠা কোন খুব ভোরে
তোমরই পরশে এ মন যে জাগে।
___________________________________
১৩/০৯/২০১৬
১৩/০৯/২০১৬
No comments:
Post a Comment