কোন কিছু আজ থেমে নেই চলছে অবিরত
পৃথিবী চলছে, নক্ষত্র চলছে, চলছে রেলগাড়ি
মানুষ্যদল চলছে, চলছে তারা যে যার মত
পুষে রঙ্গিন স্বপ্ন,গড়ছে বাহারি রঙ্গের বাড়ি।
পৃথিবী চলছে, নক্ষত্র চলছে, চলছে রেলগাড়ি
মানুষ্যদল চলছে, চলছে তারা যে যার মত
পুষে রঙ্গিন স্বপ্ন,গড়ছে বাহারি রঙ্গের বাড়ি।
কোথাও কারও থামবার নেই কোন সময়
জীবনের তাগিদে বেঁচে থাকার প্রয়োজনে
কোথাও মৃত্যু, কোথাও দুঃখ তা অগ্রাহ্যময়
তাদের কাজে কিংবা তাদের কোন আয়োজনে।
জীবনের তাগিদে বেঁচে থাকার প্রয়োজনে
কোথাও মৃত্যু, কোথাও দুঃখ তা অগ্রাহ্যময়
তাদের কাজে কিংবা তাদের কোন আয়োজনে।
বয়ে চলে নদীর স্রোত থেমে থাকে শুধু দুটি কুল
পড়ে থাকে কবিতা, পড়ে থাকে ঝড়ে যাওয়া বকুল
আর পড়ে থাকে পাঠাগারে জড়ো শত শত বই
এই পৃথিবীতে মানুষ তারা, তাই আজ মানুষটি নেই।
পড়ে থাকে কবিতা, পড়ে থাকে ঝড়ে যাওয়া বকুল
আর পড়ে থাকে পাঠাগারে জড়ো শত শত বই
এই পৃথিবীতে মানুষ তারা, তাই আজ মানুষটি নেই।
____________________________________________
০৭/১০/১৬
নারায়ণগঞ্জ
০৭/১০/১৬
নারায়ণগঞ্জ
No comments:
Post a Comment