Monday, August 13, 2018

গতিশীলতা

কোন কিছু আজ থেমে নেই চলছে অবিরত
পৃথিবী চলছে, নক্ষত্র চলছে, চলছে রেলগাড়ি
মানুষ্যদল চলছে, চলছে তারা যে যার মত
পুষে রঙ্গিন স্বপ্ন,গড়ছে বাহারি রঙ্গের বাড়ি।

কোথাও কারও থামবার নেই কোন সময়
জীবনের তাগিদে বেঁচে থাকার প্রয়োজনে
কোথাও মৃত্যু, কোথাও দুঃখ তা অগ্রাহ্যময়
তাদের কাজে কিংবা তাদের কোন আয়োজনে।

বয়ে চলে নদীর স্রোত থেমে থাকে শুধু দুটি কুল
পড়ে থাকে কবিতা, পড়ে থাকে ঝড়ে যাওয়া বকুল
আর পড়ে থাকে পাঠাগারে জড়ো শত শত বই
এই পৃথিবীতে মানুষ তারা, তাই আজ মানুষটি নেই।
____________________________________________
০৭/১০/১৬
নারায়ণগঞ্জ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...