যতবার আমি তোমা হতে সুদূরে চলে যেতে চাই
তবুও তোমারই ভাবনায় শুধুই ভেসে যাই
যতবার আমি আড়শিতে ফিরে ফিরে তাকাই
তোমার ঐ আঁখি দুটো শুধুই দেখতে পাই।।
তবুও তোমারই ভাবনায় শুধুই ভেসে যাই
যতবার আমি আড়শিতে ফিরে ফিরে তাকাই
তোমার ঐ আঁখি দুটো শুধুই দেখতে পাই।।
কথা ছিল প্রেমের বাগানে ফোঁটাব মোরা শতদল
কি করে যে এই পথটাই হয়ে গেল বদল
যতদুর জানি সম্মুখের পথখানি
বড় বন্ধুর হবে
তবুও এ পথটাই বেছে আমি নিতে চাই।
কি করে যে এই পথটাই হয়ে গেল বদল
যতদুর জানি সম্মুখের পথখানি
বড় বন্ধুর হবে
তবুও এ পথটাই বেছে আমি নিতে চাই।
এই হারমানা ভালোবাসা রাখিবো ব্যাথার সুরে
বাঁজিলে আর ডাকিবো না থাকিবো বহুদুরে
কখনো আকাশের তারা, কখনোবা পথহারা
পথিক হয়ে
ঐ পথে হারিয়ে আমি যেতে চাই।
বাঁজিলে আর ডাকিবো না থাকিবো বহুদুরে
কখনো আকাশের তারা, কখনোবা পথহারা
পথিক হয়ে
ঐ পথে হারিয়ে আমি যেতে চাই।
________________________________________
২০১৬ সাল
২০১৬ সাল
No comments:
Post a Comment