ক্লান্তিহীন পূর্ণ অবকাশে এক সাঁঝের বেলায়
তোমার চোখে পড়েছিল চোখ চোখের খেলায়
হৃদয় নৌকা ভাসলো তখন উত্তাল সাগরে
অতলে ডুবলো অন্তর্যামী আশ্বিনের ঝড়ে।
তোমার চোখে পড়েছিল চোখ চোখের খেলায়
হৃদয় নৌকা ভাসলো তখন উত্তাল সাগরে
অতলে ডুবলো অন্তর্যামী আশ্বিনের ঝড়ে।
আমি ঘাস, তুমি শিশির আমাদের প্রেম হলো
প্রভাতের পর রোদের ইশারায় তা হারিয়ে গেলো
গ্রীষ্ম-বর্ষা পার হয়ে আসলো আবার শীত
নব সুরে উঠলো বেঁজে সেই পুরোনো গীত।
প্রভাতের পর রোদের ইশারায় তা হারিয়ে গেলো
গ্রীষ্ম-বর্ষা পার হয়ে আসলো আবার শীত
নব সুরে উঠলো বেঁজে সেই পুরোনো গীত।
জানি না কিছু, দেখি না কিছু সর্বদিকে আর
কুঁড়ি থেকে ফুঁটেছিল ফুল তোমার-আমার
প্রকৃতির বিমুখতায় আসলো বৈরী সমীরণ
তোমার-আমার হলো না যে মধুর মিলন।
কুঁড়ি থেকে ফুঁটেছিল ফুল তোমার-আমার
প্রকৃতির বিমুখতায় আসলো বৈরী সমীরণ
তোমার-আমার হলো না যে মধুর মিলন।
নিঝুম রাত্রিতে নিদ্রাহীনতায় ভেঙ্গে পড়ছি একা
তুমি যে আমার বুক পকেটে প্রথম জোনাকিপোকা।
তুমি যে আমার বুক পকেটে প্রথম জোনাকিপোকা।
___________________________________________
২০/০৫/১৫
সোনারগাঁ
২০/০৫/১৫
সোনারগাঁ
No comments:
Post a Comment