Monday, August 13, 2018

বুকপকেটে জোনাকিপোকা

ক্লান্তিহীন পূর্ণ অবকাশে এক সাঁঝের বেলায়
তোমার চোখে পড়েছিল চোখ চোখের খেলায়
হৃদয় নৌকা ভাসলো তখন উত্তাল সাগরে
অতলে ডুবলো অন্তর্যামী আশ্বিনের ঝড়ে।

আমি ঘাস, তুমি শিশির আমাদের প্রেম হলো
প্রভাতের পর রোদের ইশারায় তা হারিয়ে গেলো
গ্রীষ্ম-বর্ষা পার হয়ে আসলো আবার শীত
নব সুরে উঠলো বেঁজে সেই পুরোনো গীত।

জানি না কিছু, দেখি না কিছু সর্বদিকে আর
কুঁড়ি থেকে ফুঁটেছিল ফুল তোমার-আমার
প্রকৃতির বিমুখতায় আসলো বৈরী সমীরণ
তোমার-আমার হলো না যে মধুর মিলন।

নিঝুম রাত্রিতে নিদ্রাহীনতায় ভেঙ্গে পড়ছি একা
তুমি যে আমার বুক পকেটে প্রথম জোনাকিপোকা।
___________________________________________
২০/০৫/১৫
সোনারগাঁ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...