হাত বাড়িয়ে দাও প্রিয়তমা,
ভুলে যাও এ শহরের অন্ধকারময় চিলেকোঠা;
এসো যাই আমাদের পথে,
তোমায় নিয়ে ভেঙ্গে দিবো ঐসব পিচঢালা পথ
ভূকম্পনের ধস নামাবো আমরা হেঁটে হেঁটে;
কতসব অন্ধ অমানুষের দল পেঁচার মত
দিনদুপুরে গাপটি মেরে বসে আছে
রাতভরে খেলা করে
ঐ সকল ইট-পাথরের দেয়ালের ভিতর।
যাদের দেহে রং নেই,
প্রেম নেই, ভালোবাসা নেই,
আজ তাদের ধ্বংশ অনিবার্য।
হাতে হাত রাখো প্রিয়তমা,
উত্তাপে সুনামি বইবে ঐসব অসুখের ভীড়ে;
বিমানবন্দরের বিমানগুলো
জাংসনের ট্রেনগুলো
দূরপাল্লার বাসগুলো
বস্তাভর্তি ট্রাকগুলো
লঞ্চের কন্টিনার আর কেবিন গুলো
উল্টে যাবে আজ ভালোবাসার স্রোতে।
ভুলে যাও এ শহরের অন্ধকারময় চিলেকোঠা;
এসো যাই আমাদের পথে,
তোমায় নিয়ে ভেঙ্গে দিবো ঐসব পিচঢালা পথ
ভূকম্পনের ধস নামাবো আমরা হেঁটে হেঁটে;
কতসব অন্ধ অমানুষের দল পেঁচার মত
দিনদুপুরে গাপটি মেরে বসে আছে
রাতভরে খেলা করে
ঐ সকল ইট-পাথরের দেয়ালের ভিতর।
যাদের দেহে রং নেই,
প্রেম নেই, ভালোবাসা নেই,
আজ তাদের ধ্বংশ অনিবার্য।
হাতে হাত রাখো প্রিয়তমা,
উত্তাপে সুনামি বইবে ঐসব অসুখের ভীড়ে;
বিমানবন্দরের বিমানগুলো
জাংসনের ট্রেনগুলো
দূরপাল্লার বাসগুলো
বস্তাভর্তি ট্রাকগুলো
লঞ্চের কন্টিনার আর কেবিন গুলো
উল্টে যাবে আজ ভালোবাসার স্রোতে।
হেঁটে যাবো আমরা এ শহর ভেঙ্গেচূরে
কয়েক মাইল দূরে ঐ ছোট্ট কুড়েঘরে;
উন্মাদের মত ফেলে দিবো মরিচা ধরা
অসভ্য সমাজের ঘুনে খাওয়া পোশাক।
উলঙ্গ শরীরে পুরোনো গাছের বাঁকল জড়িয়ে
সারারাত জোৎস্না দেখবো
দিনভরে জলকেলিবো
ভালোবাসবো আমাদের ছোট্ট সংসার।
আমাদের সুখ--
ঘরে আসবে ফুঁটফুটে সন্তানেরা,
আমরা দেখবো--
ক্ষুদ্র মশালের নিচে বেড়ে উঠা সন্তানেরা
নষ্ট শহরে নিয়ে আসবে শুদ্ধ সুন্দর আলো।
কয়েক মাইল দূরে ঐ ছোট্ট কুড়েঘরে;
উন্মাদের মত ফেলে দিবো মরিচা ধরা
অসভ্য সমাজের ঘুনে খাওয়া পোশাক।
উলঙ্গ শরীরে পুরোনো গাছের বাঁকল জড়িয়ে
সারারাত জোৎস্না দেখবো
দিনভরে জলকেলিবো
ভালোবাসবো আমাদের ছোট্ট সংসার।
আমাদের সুখ--
ঘরে আসবে ফুঁটফুটে সন্তানেরা,
আমরা দেখবো--
ক্ষুদ্র মশালের নিচে বেড়ে উঠা সন্তানেরা
নষ্ট শহরে নিয়ে আসবে শুদ্ধ সুন্দর আলো।
_______________________________________________
১৯/০৮/১৮
সোনারগাঁ
১৯/০৮/১৮
সোনারগাঁ
No comments:
Post a Comment