তোমাকে একটু ছুঁতে চাই, একটুখানিই ছোঁব;
যেমনটা চেয়েছিলাম বৃষ্টিকে।
বৃষ্টি আমাকে অগ্রাহ্য করেনি,
তুমিও নিশ্চয়ই করবে না!
বদ্ধ পুকুরে ঢিল ছুড়লে ঢেউ যেমনটা
আন্দোলিত হয়ে পাড়ের কিনারায় পৌছায়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
শিরা উপশিরা বেয়ে হৃদয়ে প্রবল ঢেউ সৃষ্টি হবে।
আন্দোলিত হয়ে পাড়ের কিনারায় পৌছায়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
শিরা উপশিরা বেয়ে হৃদয়ে প্রবল ঢেউ সৃষ্টি হবে।
স্থির বিদ্যুৎ যখন জমা হয়ে থাকে
হঠাৎ স্পর্শে পুরো শরীরকে যেমনটা নাড়িয়ে দেয়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
কোষগুলোকে তরঙ্গায়িত করে মাংসপেশীতে প্রবল কম্পন হবে।
হঠাৎ স্পর্শে পুরো শরীরকে যেমনটা নাড়িয়ে দেয়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
কোষগুলোকে তরঙ্গায়িত করে মাংসপেশীতে প্রবল কম্পন হবে।
তোমাকে একটু ছুঁতে চাই;
বাড়িয়ে দাও হাতটি তোমার একটু মুষ্টিবদ্ধ করি
কিছুক্ষণের জন্য সকল অনুভুতি অনুভব করি।
বাড়িয়ে দাও হাতটি তোমার একটু মুষ্টিবদ্ধ করি
কিছুক্ষণের জন্য সকল অনুভুতি অনুভব করি।
----------------------------------------------------------
2012
No comments:
Post a Comment