বসন্ত এসেছে,
পলাশ-শিমুল ও মাধবীর রূপোলী গন্ধে
প্রকৃতি মেতে উঠবে যৌবনের ছন্দে।
কুহুবনে মন ভোলানো কুহু কুহু ডাকে,
চৈতালী জোছনার রূপালী আলোয়,
পত্রপল্লবে নব নব সুরে বেজে উঠবে
বিশুদ্ধ প্রেমের গান।
পলাশ-শিমুল ও মাধবীর রূপোলী গন্ধে
প্রকৃতি মেতে উঠবে যৌবনের ছন্দে।
কুহুবনে মন ভোলানো কুহু কুহু ডাকে,
চৈতালী জোছনার রূপালী আলোয়,
পত্রপল্লবে নব নব সুরে বেজে উঠবে
বিশুদ্ধ প্রেমের গান।
তখন কোথাও হয়ত কারও মনে
নেমে আসবে প্রকৃতির উৎসব,
হয়ত জোনাকির মত আলো ঝিকিমিকি
করতে থাকবে কারও আঁখির পল্লবে।
হয়ত গভীর রাত্রিতে স্বপ্নে বিভোর হয়ে
সমুদ্রের বাঁধনহারা ঢেউয়ের মত লুটিয়ে
পড়তে চাইবে প্রিয়তমার মায়াবী তীরে।
ফাগুনের মলয় বাতাসের পরশে,
স্নিগ্ধ উষ্ণতায় ভেসে যাবে
তার দেহ ও মন।
নেমে আসবে প্রকৃতির উৎসব,
হয়ত জোনাকির মত আলো ঝিকিমিকি
করতে থাকবে কারও আঁখির পল্লবে।
হয়ত গভীর রাত্রিতে স্বপ্নে বিভোর হয়ে
সমুদ্রের বাঁধনহারা ঢেউয়ের মত লুটিয়ে
পড়তে চাইবে প্রিয়তমার মায়াবী তীরে।
ফাগুনের মলয় বাতাসের পরশে,
স্নিগ্ধ উষ্ণতায় ভেসে যাবে
তার দেহ ও মন।
কিন্তু আমার উদাসীন ভগ্ন হৃদয়,
বিচ্ছিন্ন ছেঁড়া দ্বীপে আজও অপেক্ষার প্রহর গুনে চলেছে,
পথহারা পথিকের মত এদিক-ওদিক ঘুরে-ফিরে,
পথের ধুলো গায়ে জড়িয়ে রেখেও কোন ক্লান্তি নেই।
বসন্ত আসে, বসন্ত যায় প্রকৃতির ডাকে
মাঝে মাঝে বিভোর চোখে স্বপ্ন এঁটে শুধু দেখি
এই পথে কেউ হেঁটে চলেছে অবিরাম,
আজও হেঁটে চলেছে অবিরাম।
কিন্তু বসন্ত আসে, বসন্ত যায়
শুধু তার পদচরণ স্বপ্ন হয়েই থেকে যায়।
বিচ্ছিন্ন ছেঁড়া দ্বীপে আজও অপেক্ষার প্রহর গুনে চলেছে,
পথহারা পথিকের মত এদিক-ওদিক ঘুরে-ফিরে,
পথের ধুলো গায়ে জড়িয়ে রেখেও কোন ক্লান্তি নেই।
বসন্ত আসে, বসন্ত যায় প্রকৃতির ডাকে
মাঝে মাঝে বিভোর চোখে স্বপ্ন এঁটে শুধু দেখি
এই পথে কেউ হেঁটে চলেছে অবিরাম,
আজও হেঁটে চলেছে অবিরাম।
কিন্তু বসন্ত আসে, বসন্ত যায়
শুধু তার পদচরণ স্বপ্ন হয়েই থেকে যায়।
---------------------------------------------------------------------------
১৯.০২.১৬
No comments:
Post a Comment