মানস মুকুরে বিম্বিত হয়েছে জীবনের জয়গান
চিন্তা-চেতনায় জুড়ে আছে মুক্তির আহ্বান
নতুন পথে, নতুন চোখে রাখিব সুদূর দৃষ্টি
চিন্তা-চেতনায় জুড়ে আছে মুক্তির আহ্বান
নতুন পথে, নতুন চোখে রাখিব সুদূর দৃষ্টি
পুরোনো প্রথা ভেঙ্গেচুরে গড়িব নতুন সৃষ্টি।
স্বপ্নের দ্বার খুলে আছি অদম্য সাহসিকতায়
তোমাদের নিয়ে গড়িব পৃথিবী নব প্রতিজ্ঞায়
কোথাও উচু, কোথাও নিচু পথটা জানি হবে
বুকেতে আছে অটল শক্তি, পিছু হটবো না তবে।
তোমাদের নিয়ে গড়িব পৃথিবী নব প্রতিজ্ঞায়
কোথাও উচু, কোথাও নিচু পথটা জানি হবে
বুকেতে আছে অটল শক্তি, পিছু হটবো না তবে।
বন্ধী জীবনে দেখা শুধু মিলে ঘরের চারটি দেয়াল
রুদ্ধ দুয়ার খুলে দেখিব আকাশটা কত সুবিশাল
লিখে যাবো আকাশ জুড়ে যতক্ষন আছে শক্তি
নতুন চিন্তায়, নতুন চেতনায় নিহিত চিত্তের মুক্তি।
রুদ্ধ দুয়ার খুলে দেখিব আকাশটা কত সুবিশাল
লিখে যাবো আকাশ জুড়ে যতক্ষন আছে শক্তি
নতুন চিন্তায়, নতুন চেতনায় নিহিত চিত্তের মুক্তি।
--------------------------------------------------------------
তারিখ: ০১/০৩/১৬
১২:২৩মি.
No comments:
Post a Comment