সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতি কখনো স্থির থাকে না। সংস্কৃতি পরিবর্তিত হয় নিজ ভূ-খন্ডের মানুষের উদ্ভাবন শক্তি দিয়ে আর অন্য সংস্কৃতি থেকে ধার করে যেটাকে আমরা বলি অপসংস্কৃতি। যে জাতির যত উদ্ভাবনশীল, সে জাতির অপসংস্কৃতির প্রভাব কম। উদ্ভাবনশীলতা না থাকলে একটা সংস্কৃতিকে অন্য কোন উৎকার্ষিক সংস্কৃতি গ্রাস করবে এটা খুবই স্বাভাবিক। ইতিহাস - সাহিত্য পড়লেই খুব সহজে চোখে পড়ে আমাদের সংস্কৃতির পরিবর্তন। পুর্বে পরিবর্তনটা ধীরে হতো কারণ ডেটাগুলো খুব সহজে সহজে সংস্পর্শে আসতো না। এখন ডেটা সংরক্ষণ থাকায় আগের চেয়ে অনেক বেশী নানা সংস্কৃতির সংস্পর্শে আসা যায়। তাই মানব প্রবৃত্তির কাছে
পিছিয়ে পড়া সংস্কৃতির উপাদানগুলো মিথ্যা হয়ে যায় অন্যকোন অগ্রসর সংস্কৃতির কাছে। আর তা যদি স্বাভাবিক শারীরিকভৃত্তীয়, মানসিক প্রবৃত্তির ক্ষেত্রে হয় তা আরও। তাই পরিবর্তন মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ নাহলে বিপ্লব/সংঘাত অনিবার্য।
পিছিয়ে পড়া সংস্কৃতির উপাদানগুলো মিথ্যা হয়ে যায় অন্যকোন অগ্রসর সংস্কৃতির কাছে। আর তা যদি স্বাভাবিক শারীরিকভৃত্তীয়, মানসিক প্রবৃত্তির ক্ষেত্রে হয় তা আরও। তাই পরিবর্তন মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ নাহলে বিপ্লব/সংঘাত অনিবার্য।
জুন, ২০১৮
No comments:
Post a Comment