চাটারগুলো দাঁড়িয়ে অাছে আজ তারা অন্ধ
মানুষরূপী! তবুও তাদের গাঁয়ে জানোয়ারের গন্ধ
জিভে তাদের লেপ্টে থাকা চেঁটে খাওয়া জুতার ধুলো
হাঁ করে দেখিয়ে বেড়ায়,
কে দিবে পাছায় তাদের চায়না মুলো!!!
মানুষরূপী! তবুও তাদের গাঁয়ে জানোয়ারের গন্ধ
জিভে তাদের লেপ্টে থাকা চেঁটে খাওয়া জুতার ধুলো
হাঁ করে দেখিয়ে বেড়ায়,
কে দিবে পাছায় তাদের চায়না মুলো!!!
রক্তপিপাসু, চড়ে বেড়ায় রক্তের পিপাসায়
যখন যাকে পায় তাকেই ধরে ধরে কামড়ায়
পিয়াস মিটায়, দম্ভে দেখায় তাদের কাঁচকলা
আরে গাধারা!!
আজকের কিশোররাই আগামীর
হ্যামিলনের বাঁশিওয়ালা।
যখন যাকে পায় তাকেই ধরে ধরে কামড়ায়
পিয়াস মিটায়, দম্ভে দেখায় তাদের কাঁচকলা
আরে গাধারা!!
আজকের কিশোররাই আগামীর
হ্যামিলনের বাঁশিওয়ালা।
--------------------------------------------------------------------------
০১/০৮/২০১৮
সোনারগাঁ
No comments:
Post a Comment