Sunday, August 12, 2018

শ্রাবণ বরিষায়

শ্রাবণ ঘন ঘোর বরিষায়
            আমি যেন তোমার
                     আশায় আশায় থাকি।
চমকিত মনে আকুল আবেগে
            আমি যে তোমায়
                     বৃষ্টির সুরে সুরে ডাকি।

         আধাঁর বিরাজ চারিপার্শে যবে
               বইছে বৃষ্টির ঝর্ণাধার
      খুলে দিব তবে তোমার আর আমার
            প্রেমের কাব্যের শব্দের দুয়ার।
            উতলা পবনে থমকিত হয়ে
               মুখোমুখি রাখিব দৃষ্টি
             মেঘ মল্লারে বৃষ্টির সুরে
        করব আমাদের প্রেমের গান সৃষ্টি।

           চোখের ভাষা চোখ দিয়ে বুঝে
               হৃদয় দিয়ে করব অনুভব
             সবকিছু ভুলে, দু'জন মিলে
              বৃষ্টির সাথে এক হয়ে সব।
             ব্যকুল বেগে হৃদি মাজারে
           দু'জনার প্রণয় বয়ে যাবে যবে
           বিজলির মত তোমার-আমার
           অন্তরীক্ষে যেন বিদ্যুৎ চমকাবে।

            অশান্ত মন তোমারি তখনও
                 জল ভরা এই মাঠে
          নাচিব দু'হাত ধ'রে, মাতাল হয়ে:
         তোমারই শেখা প্রেমেরই পাঠে।
          সারাদিন মান শ্রাবণ ধারা বইবে
                   চাইবে শুধু এ মন
             বাদল ধারা, হব আত্নহারা
              প্রেমের গভীরে দু'জন।

রিমঝিম রিমঝিম শব্দের
                আমি যে তোমায়
                          বৃষ্টির সুরে সুরে ডাকি।
তৃষ্ণার্ত হৃদে চলে এসো আজ,
                শুধুই যে তোমার
                           আশায় আশায় থাকি।
------------------------------------------------------------
১৪ই আগস্ট ২০১৪খ্রিঃ, ৩০শে শ্রাবণ ১৪২১সাল
সোনারগাঁ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...