অন্ধকার ঘনিয়ে আসে চারিপাশে
গোধূলি লীন হয় পশ্চিমা আকাশে
নিঃশব্দে একটি পেঁচা এসে বসে
সরু ডালের ঐ ইউকেলিপ্টাসে।
হঠাৎ হঠাৎ সে খেঁচখেঁচিয়ে গান গায়
আমার বেশ ভালো লাগে
আমার বেশ ভালো লাগে
সে দিনের আলোতে বের হয় না
সে দিনের আলোতে খায় না
অন্যসব পাখির সাথে সে গায় না
নিজের মত একাকি চলে মুক্ত ভাবে
আমার বেশ ভালো লাগে
আমার বেশ ভালো লাগে
-----------------------------------------------
রোমিও
১১.০৪.২০১৯
সোনারগাঁ
No comments:
Post a Comment