Saturday, April 20, 2019

গুরুভক্তি

যখন একটা মানুষ আরেকটা মানুষের মধ্যে অনেক কিছু খুঁজে পায়, তার অজানা নানা প্রশ্নের উত্তর পায়, সে তখন বিষ্ময়ে ভাবে একজন লোক এতটা জ্ঞানী কিভাবে? তখন সে তার জ্ঞানে মুগ্ধ হয়ে মুরিদ বা শিষ্যত্ব গ্রহণ করে।

সে যা জানে না, তার গুরু সব জানে বিধায় সে তার গুরুর মোহে আবিষ্ট হয় আর ভাবতে থাকে 'আমার গুরুর চেয়ে জ্ঞানী ব্যাক্তি পৃথিবীতে আর নেই।' আর এটাই তাকে আরও গুরুর প্রতি যুক্তিহীন বিশ্বাস গড়ে তুলে, গুরুর সকল কথা অন্ধভাবে পালন করতে থাকে।

তখন সে গুরুর কাছ থেকে জ্ঞান আহোরণ করার চেয়ে গুণগানই গাইতে বেশী পছন্দ করে, গুরুর জ্ঞান নির্ভর কথার চেয়ে গুরুর সেবা করাটাকেই গুরুত্বপূর্ণ মনে করে।এই ব্যাপারটাকে বলে ভক্তি, অন্ধভক্তি।

কখনো কখনো এই অন্ধভক্তির জন্য বল প্রয়োগেও সে দ্বিধাবোধ করে না, উপনীত হয় ভয়ংকর সৈরাচারী রূপে। কখনোই তার বোধ জন্মে না আমার গুরুর চেয়ে পৃথিবীতে অনেক বেশী জ্ঞানী আছে.....তখনই তার দ্বারা অনিষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

শ্রদ্ধা আর ভক্তি এক ব্যাপার নয়, যার কাছে আমি দীক্ষা গ্রহণ করেছি তাকে অবশ্যই শ্রদ্ধা করবো কিন্তু তার নেতিবাচক চিন্তাকে শ্রদ্ধার ভারে ভক্তি করবো তা হয় না।

তাই গুরুভক্তি ভালো কিছু নয়, গুরুকে সবসময় শ্রদ্ধা করা যেতে পারে কিন্তু ভক্তি নয়।

-------------------------------------------------------------------------
২০.০৪.১৯
সোনারগাঁ

No comments:

Post a Comment

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...