জানার অনেক বাকি---
মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাই সংশয়ে থাকি।
যা কিছু আছে পরমসত্য, সেতো সত্য নয়
গরিষ্ঠের বিশ্বাসে তা সত্য বলে মনে হয়,
সংশয়ে থাকা প্রাণ তাইতো জেগে উঠে
প্রশ্নের উত্তাপে পরমসত্য যায় যে ফেঁটে।
আগমনী বার্তা শোনায় কোন নতুন তত্ত্ব
কিছুকাল পর--
গরিষ্ঠের বিশ্বাসে তা আবারো হয় সত্য।
সংশয়ে থাকা প্রাণ
ডমরুর তালে
বজ্রকন্ঠে বলে--
'জানার অনেক বাকি'
মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাই সংশয়ে থাকি।
--------------------------------------------------------
রোমিও
০৪.০৬.১৯