Thursday, August 1, 2019

চামচাগুলো

চামচাগুলো দাঁড়িয়ে অাছে আজ তারা অন্ধ
মানুষরূপী! তবুও তাদের গাঁয়ে জানোয়ারের গন্ধ
জিভে তাদের লেপ্টে থাকা চেঁটে খাওয়া জুতার ধুলো
     হাঁ করে দেখিয়ে বেড়ায়,
               কে দিবে পাছায় তাদের চায়না মুলো!

রক্তপিপাসু, চড়ে বেড়ায় রক্তের পিপাসায়
যখন যাকে পায় তাকেই ধরে ধরে কামড়ায়
পিয়াস মিটায়, দম্ভে দেখায় তাদের কাঁচকলা
     আরে গাধারা!! আজকের কিশোররাই
                      আগামীর হ্যামিলনের বাঁশিওয়ালা।

ফুল ফুটতে চায

ফুল ফুটতে চায়, ফুল ফুটতে চায়
তবুও সে ফুটতে পারে না।
পাখি গাইতে চায়, পাখি গাইতে চায়
তবুও সে গাইতে পারে না।
যেহেতু তারা চায়--
      চায় শুধু ফুল ফুটাতে
যেহেতু তারা চায়--
       চায় শুধু পাখিকে গাইতে।

কে পারে পাখির ভাষা বুঝতে
কে পারে ফুলের ভাষা বুঝতে
তবুও কেন তারা ছুটে, কেন ছুটে?

---------------------------------------------
৩১-০৭-১৯
সোনারগাঁ

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...