Wednesday, October 24, 2018

ভালোবাসার গান

তোমার দুঃখগুলো করেছে যে তোমায় ভার
আমার এ গান তোমায় আজ করবে নির্ভার
         তুমি চলে এসো তাড়াতাড়ি
         আমি করবো না বাড়াবাড়ি
         স্বপ্ন দিয়ে, তোমায় নিয়ে
         আমি লিখবো, আমি গাইবো
                        ভালোবাসার গান।

স্বপ্নগুলো বিছিয়ে দিবো তোমার পথে
আপন বেগে ছুটে যাবো অচেনা রথে
চড়বে তুমি হাতটি ধরে রংধনুর পাশে
বাঁধবো ঘর দু'জন মিলে নীলআকাশে
         তুমি চলে এসো তাড়াতাড়ি
         আমি করবো না বাড়াবাড়ি
         স্বপ্ন দিয়ে, তোমায় নিয়ে
         আমি লিখবো, আমি গাইবো
                        ভালোবাসার গান।

_________________________________
২৪.১০.১৮
সোনারগাঁ

Tuesday, October 9, 2018

বন্ধু তুমি

বন্ধু তুমি দূরে আর থেকো না
আমার মনে শুধু তোমার ঠিকানা
কি জানি কি ভেবে  যাই সারাক্ষণ
তোমার হৃদয়ে ছুঁতে চায় এ মন।
         
রাতের জোনাকিরা, দিচ্ছে পাহারা
             খেয়ালি চোখে
তোমার রূপে আলোকিত হয়ে
             ভুলে নিজেকে।
নীল জ্যোৎস্না মেঘের আড়ালে
            দেখো মুখ লুকায়
তোমার প্রেমে মাতাল হয়ে
      হারিয়ে সে যেতে যায়।
    
                   কি করে আমি নিজেকে
                   দূরে রাখি তোমা' থেকে
                               আমায় বলোনা.......
                               বন্ধু তুমি দূরে আর থেকো না....
___________________________________________
০৯.১০.১৮
সোনারগাঁ

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...