তোমার দুঃখগুলো করেছে যে তোমায় ভার
আমার এ গান তোমায় আজ করবে নির্ভার
তুমি চলে এসো তাড়াতাড়ি
আমি করবো না বাড়াবাড়ি
স্বপ্ন দিয়ে, তোমায় নিয়ে
আমি লিখবো, আমি গাইবো
ভালোবাসার গান।
স্বপ্নগুলো বিছিয়ে দিবো তোমার পথে
আপন বেগে ছুটে যাবো অচেনা রথে
চড়বে তুমি হাতটি ধরে রংধনুর পাশে
বাঁধবো ঘর দু'জন মিলে নীলআকাশে
তুমি চলে এসো তাড়াতাড়ি
আমি করবো না বাড়াবাড়ি
স্বপ্ন দিয়ে, তোমায় নিয়ে
আমি লিখবো, আমি গাইবো
ভালোবাসার গান।
_________________________________
২৪.১০.১৮
সোনারগাঁ