ব্যর্থতার ডাক শুধু শুনতে পাই চারদিকে
কেন মানুষ ছুটে চলে ঐ সফলতার ডাকে?
মনের ভিতর শুধু বোধ উঠে জেগে,
'পঞ্চইন্দ্রিয়ের স্বাদ যেখানে বেঁধে রাখতে হয়,
সেখানে কেইবা সফল হয়!'
কেন মানুষ ছুটে চলে ঐ সফলতার ডাকে?
মনের ভিতর শুধু বোধ উঠে জেগে,
'পঞ্চইন্দ্রিয়ের স্বাদ যেখানে বেঁধে রাখতে হয়,
সেখানে কেইবা সফল হয়!'
তাই আমি লালন করি ব্যর্থতাকে
দুঃখ রূপে
ব্যাধি রূপে
জমা করি বুকের খুব গভীরে।
রক্তক্ষরণ হয়,
পুঁজের আস্তরণ পড়ে।
তবুও আমি আশা নিয়ে থাকি,
আমি স্বপ্ন দেখতে থাকি,
একদিন এই ব্যাধিই
ঝিনুকের ব্যাধির মতন
পরিণত হবে নিটোল মুক্তোয়।
হয়ত আমি দেখবো, হয়তো না;
হয়ত আমি জানবো, হয়তো না;
একদিন ঝুলবে কারও গলায়।
দুঃখ রূপে
ব্যাধি রূপে
জমা করি বুকের খুব গভীরে।
রক্তক্ষরণ হয়,
পুঁজের আস্তরণ পড়ে।
তবুও আমি আশা নিয়ে থাকি,
আমি স্বপ্ন দেখতে থাকি,
একদিন এই ব্যাধিই
ঝিনুকের ব্যাধির মতন
পরিণত হবে নিটোল মুক্তোয়।
হয়ত আমি দেখবো, হয়তো না;
হয়ত আমি জানবো, হয়তো না;
একদিন ঝুলবে কারও গলায়।
__________________________________
২৪.১১.১৮
সোনারগাঁও
২৪.১১.১৮
সোনারগাঁও