আমার মন্তব্য --
মুনির ভাই আপনার নামের অর্থ খোঁজার দরকার নাই, কারণ আপনি একজন আদর্শের নাম।
নিঃসন্দেহে শক্তিশালী ব্যাক্তিত্বের অধিকারী, জীবনটাকে একবারে নিয়ে এসেছেন হাতের মুঠোয়,যেকোন পরিস্থিতিতে ডুবে যান না, রীতিমত শাসন করেন। এটাকেই বলে লাইফ ব্যালেন্সেনিং যাকে আমরা সহজ করে উপাধি দেই অলরাউন্ডার।
কবিতা, গান, গল্পের মাঝে ডুবে থাকার সময় পাই নাই চাকরিরত অবস্থায়, তাই ছেড়ে দিয়েছিলাম এই ভেবে জীবনকে আনন্দ নিয়ে না এগোতে পারলে শুধু টাকা দিয়ে কি হবে, তাই লক্ষ্যই চেঞ্জ করে ফেলেছিলাম। এখন এই লক্ষ্যে না পৌছাতে পারলেও দুঃখ নাই কারণ আপনাকেই প্রেরণা বানিয়ে নিয়েছি, সারাদিন অফিস করে রাতে যখন আপনি গীতিকবিতা লিখতে পারেন, তাতে সুর বসাতে পারেন আর আমি পড়তে পারবো না......
আপনাকে অনেক ভালোবাসা, ভালো থাকুন সবসময়......
ভাইয়ের মন্তব্য---
মাহমুদ হোসেন রোমিও। মাহমুদ অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত রোমিও সেই হিসেবে আমাদের একজন বিশেষ বন্ধু বটে।
সোনারগাঁ থেকে যাতায়াত করে পড়ালেখা করা রোমিও-র কথার সুরটা আমার খুব পছন্দের। আমি মাহমুদের কথা বলা শুনেই তাকে চিনতে পারবো, হয়তো সবাই পারবে। তাছাড়াও ছেলেটি বুদ্ধিদীপ্ত। অংক আছে এরকম বিষয়গুলোর রাজ্যে, মাহমুদ হোসেন রোমিও একজন সম্রাট। সৃষ্টিশীল কাজের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমাকে নিয়েও রোমিও যা লিখেছে, সেটিও প্রমান করে তার ভাবপ্রকাশের ক্ষমতা কতটা প্রখর।
রোমিও বেশ হাসিখুশি একটা ছেলে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রায়শই তার সাথে আমার কথা হয়। বিশ্বাস আছে সে একদিন অনেক সফল হবে ও মনের মতো একজন জুলিয়েট খুঁজে পাবে 🙂
ভালোবাসা ও শুভকামনা রইলো 💕