Monday, April 22, 2019

মুনির ভাইয়ের মন্তব্য

আমার মন্তব্য --

মুনির ভাই আপনার নামের অর্থ খোঁজার দরকার নাই, কারণ আপনি একজন আদর্শের নাম।

নিঃসন্দেহে শক্তিশালী ব্যাক্তিত্বের অধিকারী, জীবনটাকে একবারে নিয়ে এসেছেন হাতের মুঠোয়,যেকোন পরিস্থিতিতে ডুবে যান না, রীতিমত শাসন করেন। এটাকেই বলে লাইফ ব্যালেন্সেনিং যাকে আমরা সহজ করে উপাধি দেই অলরাউন্ডার।

কবিতা, গান, গল্পের মাঝে ডুবে থাকার সময় পাই নাই চাকরিরত অবস্থায়, তাই ছেড়ে দিয়েছিলাম এই ভেবে জীবনকে আনন্দ নিয়ে না এগোতে পারলে শুধু টাকা দিয়ে কি হবে, তাই লক্ষ্যই চেঞ্জ করে ফেলেছিলাম। এখন এই লক্ষ্যে না পৌছাতে পারলেও দুঃখ নাই কারণ আপনাকেই প্রেরণা বানিয়ে নিয়েছি, সারাদিন অফিস করে রাতে যখন আপনি গীতিকবিতা লিখতে পারেন, তাতে সুর বসাতে পারেন আর আমি পড়তে পারবো না......

আপনাকে অনেক ভালোবাসা, ভালো থাকুন সবসময়......

ভাইয়ের মন্তব্য---

মাহমুদ হোসেন রোমিও। মাহমুদ অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত রোমিও সেই হিসেবে আমাদের একজন বিশেষ বন্ধু বটে।

সোনারগাঁ থেকে যাতায়াত করে পড়ালেখা করা রোমিও-র কথার সুরটা আমার খুব পছন্দের। আমি মাহমুদের কথা বলা শুনেই তাকে চিনতে পারবো, হয়তো সবাই পারবে। তাছাড়াও ছেলেটি বুদ্ধিদীপ্ত। অংক আছে এরকম বিষয়গুলোর রাজ্যে, মাহমুদ হোসেন রোমিও একজন সম্রাট। সৃষ্টিশীল কাজের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমাকে নিয়েও রোমিও যা লিখেছে, সেটিও প্রমান করে তার ভাবপ্রকাশের ক্ষমতা কতটা প্রখর।

রোমিও বেশ হাসিখুশি একটা ছেলে। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রায়শই তার সাথে আমার কথা হয়। বিশ্বাস আছে সে একদিন অনেক সফল হবে ও মনের মতো একজন জুলিয়েট খুঁজে পাবে 🙂

ভালোবাসা ও শুভকামনা রইলো 💕

Saturday, April 20, 2019

গুরুভক্তি

যখন একটা মানুষ আরেকটা মানুষের মধ্যে অনেক কিছু খুঁজে পায়, তার অজানা নানা প্রশ্নের উত্তর পায়, সে তখন বিষ্ময়ে ভাবে একজন লোক এতটা জ্ঞানী কিভাবে? তখন সে তার জ্ঞানে মুগ্ধ হয়ে মুরিদ বা শিষ্যত্ব গ্রহণ করে।

সে যা জানে না, তার গুরু সব জানে বিধায় সে তার গুরুর মোহে আবিষ্ট হয় আর ভাবতে থাকে 'আমার গুরুর চেয়ে জ্ঞানী ব্যাক্তি পৃথিবীতে আর নেই।' আর এটাই তাকে আরও গুরুর প্রতি যুক্তিহীন বিশ্বাস গড়ে তুলে, গুরুর সকল কথা অন্ধভাবে পালন করতে থাকে।

তখন সে গুরুর কাছ থেকে জ্ঞান আহোরণ করার চেয়ে গুণগানই গাইতে বেশী পছন্দ করে, গুরুর জ্ঞান নির্ভর কথার চেয়ে গুরুর সেবা করাটাকেই গুরুত্বপূর্ণ মনে করে।এই ব্যাপারটাকে বলে ভক্তি, অন্ধভক্তি।

কখনো কখনো এই অন্ধভক্তির জন্য বল প্রয়োগেও সে দ্বিধাবোধ করে না, উপনীত হয় ভয়ংকর সৈরাচারী রূপে। কখনোই তার বোধ জন্মে না আমার গুরুর চেয়ে পৃথিবীতে অনেক বেশী জ্ঞানী আছে.....তখনই তার দ্বারা অনিষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

শ্রদ্ধা আর ভক্তি এক ব্যাপার নয়, যার কাছে আমি দীক্ষা গ্রহণ করেছি তাকে অবশ্যই শ্রদ্ধা করবো কিন্তু তার নেতিবাচক চিন্তাকে শ্রদ্ধার ভারে ভক্তি করবো তা হয় না।

তাই গুরুভক্তি ভালো কিছু নয়, গুরুকে সবসময় শ্রদ্ধা করা যেতে পারে কিন্তু ভক্তি নয়।

-------------------------------------------------------------------------
২০.০৪.১৯
সোনারগাঁ

Thursday, April 11, 2019

একটি পেঁচা

অন্ধকার ঘনিয়ে আসে চারিপাশে
গোধূলি লীন হয় পশ্চিমা আকাশে
নিঃশব্দে একটি পেঁচা এসে বসে
সরু ডালের ঐ ইউকেলিপ্টাসে।

হঠাৎ হঠাৎ সে খেঁচখেঁচিয়ে গান গায়

আমার বেশ ভালো লাগে
আমার বেশ ভালো লাগে

সে দিনের আলোতে বের হয় না
সে দিনের আলোতে খায় না
অন্যসব পাখির সাথে সে গায় না
নিজের মত একাকি চলে মুক্ত ভাবে

আমার বেশ ভালো লাগে
আমার বেশ ভালো লাগে

-----------------------------------------------
রোমিও
১১.০৪.২০১৯
সোনারগাঁ

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...